ভারত পাক ম্যাচের আগে কি বার্তা দিলেন ইমরান খান ? ছবি- রয়টার্স
আর কিছু ক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। তাঁর আগেই জাতীয় দলের জন্য বার্তা দিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান টুইটারে বলেন, ‘যখন আমি নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলাম, তখন জানতাম ক্রিকেটে সফল হওয়ার জন্য ৭০ শতাংশ প্রতিভা ও ৩০ শতাংশ মানসিক শক্তি লাগে। কিন্তু ক্রিকেট কেরিয়ারের অন্তিম লগ্নে আমার মনে হয় ক্রিকেটে সফল হওয়ার জন্য দু’টিই ৫০ শতাংশ করে লাগে। কিন্তু এখন আমার মনে হয় ৬০ শতাংশ মানসিক শক্তি ক্রিকেট খেলার জন্য দরকার হয়। আমার বন্ধু সুনীল গাওস্কর আমার সঙ্গে এই ব্যাপারে সহমত পোষণ করে।’
দলকে বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘আজকের ম্যাচে যে দল মানসিক ভাবে এগিয়ে থাকবে তারাই ম্যাচ বের করতে পারবে। আমরা সরফরাজের মতো একজন শক্তিশালী অধিনায়ককে পেয়েছি। আশা করি সরফরাজ ও তাঁর দল আজকে নিজের সেরাটা মাঠে দিতে পারবে।’
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের ৬-০, কেমন ছিল সেই ম্যাচগুলো? কারা ছিলেন হিরো?
দলকে চাঙ্গা করার জন্য় ইমরান বলেছেন, ‘মাঠে নেমে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখতে হবে। নেতিবাচক চিন্তাভাবনা এলেই হেরে যাওয়ার ভয় মনে ঢুকে পড়বে। আজ মাঠে স্পেশালিস্ট ব্যাটসম্যান ও বোলারদের নিয়ে মাঠে নামতে হবে যারা এই চাপ কাটিয়ে উঠে মাঠে ভাল পারফর্ম করতে পারবে।’ টসে জিতলে সরফরাজদের আগে ব্যাট করে নেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।
তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘খেলায় হার জিত থাকবেই এটা নিয়ে যেন দল কিছু না ভাবে। মাঠে নেমে ভাল পারফর্ম করতে হবে। এর পরে যদি দল হেরেও যায় সেটা স্বীকার করে নিতে হবে।’ গোটা দেশ দলের পাশে রয়েছে বলেও বার্তা দেন ইমরান। পুরো দলকে আসন্ন ম্যাচের জন্য শুভেছা জানাতেও ভোলেননি তিনি।
% & % ' % & % % & & & & " " & '
When I started my cricketing career I assumed success was 70% talent & 30% mind. By the time I finished playing cricket I felt it was 50-50 ratio. But now I tend to agree with my friend Gavaskar it's 60% mental strength & 40 % talent. Today role of mind will be more than 60% 1/5
— Imran Khan (@ImranKhanPTI) June 16, 2019
% & % ' % & % % & & & & " " &
% & % ' % & % % & & & & " " & '
% & % ' % & % % & & & & " " & '
% & % ' % & % % & & & & " " & '
% & % ' % & % % & & & & " " & '
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy