শুক্রবার তাঁকে দেখা গিয়েছিল ধরে খেলতে। তার জন্য গায়ে, মাথায় একাধিক বার আঘাত হজম করতে হয়েছে। শনিবার সিডনি দেখল অন্য ঋষভ পন্থকে। শুরু থেকেই চালিয়ে খেললেন ভারতের উইকেটকিপার। তাঁর ৩৩ বলে ৬১ রানের ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৪টি ছয়। শনিবার দু’টি নজির গড়েছেন পন্থ।
শনিবার পন্থ যখন ব্যাট করতে নামেন তখন ভারতের স্কোর ৫৯/৩। মনে করা হয়েছিল প্রথম ইনিংসের মতোই ধরে খেলবেন। তবে পন্থ শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। প্রথম বলেই স্কট বোলান্ডকে লং অনের উপর দিয়ে ছয় মারেন। দেখে বোঝা গিয়েছে তাঁকে সে রকমই নির্দেশ দিয়ে ব্যাট করতে পাঠানো হয়েছে। পন্থের আগ্রাসী খেলার কারণে ভারতের স্কোরও দ্রুত বাড়তে থাকে।
২৯ বলে অর্ধশতরান করেন পন্থ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। ২০১৭ সালে এই মাঠেই ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান করেছিলেন। তার পরেই চলে এলেন পন্থ। এ ছাড়া বিদেশি ব্যাটার হিসাবে দ্রুততম অর্ধশতরান করেছেন। ভেঙে দিয়েছেন ৫০ বছর পুরনো রেকর্ড। শেষ বার পার্থে ১৯৭৫ সালে ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের রয় ফ্রেডেরিক্স। টেস্টে দ্রুততম অর্ধশতরান করার তালিকায় প্রথম দুই স্থানেই পন্থ। এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।
আরও পড়ুন:
ছয় মারার ব্যাপারেও নজির গড়েছেন পন্থ। প্রথম ইনিংসে একটি ছয় মেরেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনটি ছয় মেরেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মার মতোই ৫৬টি ছয় মারার নজির গড়লেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে ১৩তম ছয় মারলেন। পেরিয়ে গেলেন ভিভ রিচার্ডস এবং ক্রিস গেলকে।