নজরে: ইংল্যান্ডের নেটে সচিন-পুত্র অর্জুন (বাঁ দিক থেকে দ্বিতীয়)। রয়টার্স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবার ম্যাচ ইংল্যান্ডের। যেখানে হারলে বিশ্বকাপ সেমিফাইনালের রাস্তা কিছুটা কঠিন হয়ে যাবে অইন মর্গ্যানের দলের। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো তুলনামূলক কমজোর দলের বিরুদ্ধে হেরেছে। অস্ট্রেলিয়ার পাশাপাশি এখনও ভারত ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ বাকি। মঙ্গলবার লর্ডসে অ্যারন ফিঞ্চদের তাই হারাতে মরিয়া ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার অন্যতম শক্তি তাদের বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। চলতি প্রতিযোগিতায় ছয় ম্যাচে ইতিমধ্যেই ১৫টি উইকেট নিয়ে ফেলেছেন। যদিও অনেকেরই মত, নিজের সেরা ফর্মে নেই স্টার্ক। যদিও তাঁর নামের পাশে উইকেটসংখ্যা সেই ইঙ্গিত করছে না। এই মিচেল স্টার্ককে সামলাতেই সম্ভবত সোমবার ইংল্যান্ডের অনুশীলনে উপস্থিত ছিলেন তেন্ডুলকর। না সচিন নন। অর্জুন।
স্টার্কের গতিময় সুইং সামলানোর রিহার্সাল বাঁ-হাতি পেসার অর্জুনকে দিয়েই সারলেন জনি বেয়ারস্টো, জস বাটলাররা। পাশে দাঁড়িয়ে অর্জুনের উপর নজর রাখছিলেন ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ সাকলিন মুস্তাক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy