Advertisement
২২ জানুয়ারি ২০২৫

দেশ নয় অর্থই মাথায় ছিল এবির, তোপ শোয়েবের

দিন কয়েক আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে চেয়েছিলেন ডিভিলিয়ার্স।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০৪:৫২
Share: Save:

বিশ্বকাপে টানা তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকার হারের পরে এবি ডিভিলিয়ার্সকে দুষলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ব্যাটসম্যানকে কটাক্ষ করে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেই দিলেন, ‘‘দেশের আগে অর্থকে স্থান দিয়েছিল ডিভিলিয়ার্স। যা মোটেও সমর্থনযোগ্য নয়।’’

দিন কয়েক আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে চেয়েছিলেন ডিভিলিয়ার্স। এ দিন সেই মন্তব্যকে এক হাত নিয়ে শোয়েব বলে দেন, ‘‘ওটা জনতার দৃষ্টি আকর্ষণ করা ও হাত ধুয়ে ফেলার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।’’ প্রাক্তন এই পাক পেসারের মতে, আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডিভিলিয়ার্স।

শোয়েব শনিবার প্রশ্ন তোলেন, ‘‘সম্প্রতি এবি ডিভিলিয়ার্স জানিয়েছে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চেয়েছিল সে।

এটা খুব বড় খবর। কিন্তু দক্ষিণ আফ্রিকা যখন টানা তিন ম্যাচ হেরে ছিটকে যাওয়ার মুখে, তখন এই কথাগুলো ও বলছে কেন?’’

শোয়েব আরও বলেন, ‘‘প্রথমত, লোকে যেন ভুলে না যায়, বিশ্বকাপ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এবি-কে দলে চেয়েছিল। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবিকে আইপিএল ও পিএসএল-এর চুক্তি ভেঙে বেরিয়ে আসতে হত। কিন্তু সে সময় নিজেকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফাঁকা না রেখে, আইপিএল ও পিএসএল-এ খেলার জন্যই আগে থেকে অবসর নিয়ে নেয় ও।’’ শোয়েব সঙ্গে যোগ করেন, ‘‘সুতরাং এ ব্যাপারে অর্থ একটা প্রভাব ফেলেছিল।’’ ডিভিলিয়ার্সের সম্পর্কে তোপ দেগে শোয়েব আরও বলেছেন, ‘‘এক বছর আগে ডিভিলিয়ার্স যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়, তখন ওর দেশের পারফরম্যান্স ভাল ছিল না। ওর মাথায় রাখা উচিত ছিল, দক্ষিণ আফ্রিকার দরকার ডিভিলিয়ার্সকে। অর্থ আজ বা কাল আসবে। কিন্তু ডিভিলিয়ার্স দেশের হয়ে খেলার ডাক অগ্রাহ্য করে মন দিয়েছিল অর্থ উপার্জনে। অথচ সামনেই দু’টো বিশ্বকাপ ছিল। ২০১৯ সালে পঞ্চাশ ওভারের। আর ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ।’’

ডিভিলিয়ার্সের সমালোচনা করে শোয়েব আরও বলেন, ‘‘কেউ অর্থ উপার্জন করতে চাইলে আমার কোনও আপত্তি নেই। কিন্তু তা সঠিক পথে হওয়া দরকার। যদি আপনি অর্থ উপার্জনকে প্রাধান্য দিয়ে দেশকে উপেক্ষা করেন, তা হলে তো কথা উঠবেই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘এখন পুরো বিষয় থেকে নিজের হাত ধুয়ে ফেলার জন্য, অবসর ভেঙে ফেরার কথা বলছে, যাতে বিতর্কের আগুন ওর গায়ে না লাগে। আমার মতে, দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট ডিভিলিয়ার্সকে দলে না নিয়ে ঠিক কাজ করেছে।’’

ক্রিকেট মহলে ঠোঁটকাটা হিসেবে পরিচিত শোয়েবের কথায়, ‘‘যখন অবসরের সিদ্ধান্ত নিয়েছ, তখন পুরুষের মতো আচরণ কর। আর পুরুষের মতো আচরণ তখনই করা যায়, যখন অর্থের প্রলোভন এড়িয়ে যাওয়া যায়।’’

এর পরেই পুরনো উদাহরণ নিয়ে নিজের কথা উল্লেখ করেন শোয়েব। বলেন, ‘‘কেরি প্যাকার ক্রিকেটে এসেছিলেন। যা ভাল নয় মোটেই। ভারতেও আইসিএল ও আইপিএল এক সঙ্গে শুরু হয়েছিল। সেই সময় পাকিস্তানের হয়ে না খেলে আইসিএল খেলার জন্য অর্থ দিতে চাওয়া হয়েছিল আমাকে। কিন্তু সযত্নে সেই প্রস্তাব ফিরিয়েছিলাম। পিসিবি আমাকে নির্বাসন দিতে চেয়েছিল। ওদের জানিয়েছিলাম, নির্বাসন নিয়ে চিন্তিত নই। তবে আমি দেশের হয়েই খেলতে চাই।’’ শোয়েব প্রশ্ন তুলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার হয়ে দাপিয়ে এত বছর খেলার পরে, শেষ দু’বছরে তোমার কী হয়েছিল? আর এখন ফিরে আসার এই সিদ্ধান্ত চমক ছাড়া আর কিছু নয়। অবসর যখন নিয়েছিলে, তখন সেই সিদ্ধান্তেই আটকে থাকা উচিত ছিল।’’ সঙ্গে যোগ করেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে এই ফলের জন্য তুমি অনেকাংশে দায়ী। কারণ, তুমি দেশের চেয়ে অর্থকে বেশি প্রাধান্য দিয়েছিলে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

ICC World Cup 2019 Cricket Cricketer AB de Villiers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy