৬ মার্চ ২০২২ বিশ্বকাপে খেলতে নামবে ভারত। ছবি: সোশ্যাল মিডিয়া
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ। মঙ্গলবার ২০২২ সালের সেই বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ৪ মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপ।
৩১টি ম্যাচের এই টুর্নামেন্ট চলবে ৩১ দিন ধরে। নিউজিল্যান্ডের ৬ শহরে আয়োজন করা হবে ২০২২ সালের বিশ্বকাপের। অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন, ক্রাইসচার্চ, দুনেদিন এবং টরঙ্গর মাঠে খেলবে ৮ দল। ইতিমধ্যেই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দেশ নিউজিল্যান্ড যোগ্যতাঅর্জন করেছে বিশ্বকাপ খেলার। আরও ৩ দেশ যোগ দেবে তাদের সঙ্গে। ২০২১ সালের ২৬ জুন শ্রীলঙ্কার মাটিতে হবে যোগ্যতাঅর্জন পর্ব।
ভারত অধিনায়ক মিতালি রাজ দল নিয়ে নামবেন ৬ মার্চ টরঙ্গতে। ভারতের প্রথম ম্যাচ কার সঙ্গে তা ঠিক হবে যোগ্যতাঅর্জন পর্ব থেকে যে দলগুলো উঠে আসবে তাদের মধ্যে থেকে। ৩ এপ্রিল ক্রাইসচার্চে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। রিজার্ভ ডে হিসেবে থাকবে ৪ এপ্রিল। সেমি ফাইনালের জন্যও রাখা থাকছে রিজার্ভ ডে।
🗓️ The schedule is out
— BCCI Women (@BCCIWomen) December 15, 2020
Here are #TeamIndia's 🇮🇳 fixtures for the @ICC Women's World Cup 2022 to be held in New Zealand 👇 @cricketworldcup pic.twitter.com/MCi2cIXegi
মিতালি বলেন, “শেষ কয়েক বছর আইসিসি-র টুর্নামেন্টে ভাল খেলছে ভারত, সে একদিনের ম্যাচ হোক বা টি২০। ২০২২ সালে যদি আমরা বিশ্বকাপ জিততে পারি, তবে আগামী প্রজন্মের মেয়েদের জন্য তা খুব বড় অনুপ্রেরণার কাজ করবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy