Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Sports News

অ্যান্ডারসনকে বললাম মাঠের জিনিস মাঠেই ছেড়ে এসো: বিরাট কোহালি

অধিনায়ক বিরাট কোহালি নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করেছেন। কিন্তু খেলার বাইরের সমস্যাও যে এ ভাবে ঠান্ডা মাথায় মেটাতে পারেন তা প্রমাণ হল দ্বিতীয় টেস্ট শেষে।

অশ্বিন-অ্যান্ডারসনের সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের সময়। ছবি: পিটিআই।

অশ্বিন-অ্যান্ডারসনের সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের সময়। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ১৭:১০
Share: Save:

অধিনায়ক বিরাট কোহালি নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করেছেন। কিন্তু খেলার বাইরের সমস্যাও যে এ ভাবে ঠান্ডা মাথায় মেটাতে পারেন তা প্রমাণ হল দ্বিতীয় টেস্ট শেষে। চতুর্থ টেস্টের চতুর্থদিন ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে এসে ইংল্যান্ডের অ্যান্ডারসন বলেছিলেন, ভারতের পিচের যা চরিত্র তাতে কোহালির টেকনিক্যাল দূর্বলতাগুলো ধরা পড়েনি। কারণ এই পিচে বাউন্স নেই, বল ঘোরে না। অ্যান্ডারসনের এই মন্তব্য ভাল মনে নেননি কোনও ভারতীয় ক্রিকেটারই। সিরিজ জয়ের পর যখন কোহালির কাছে অ্যান্ডারসনের বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয় তখন তিনি বলেন, ‘‘আমি এমন কেউ নই বা এমন কোনও জায়গায় নেই যে কারও টেকনিকের ভুল ধরতে পারি। ওদের এটা বোঝা উচিত আর তার উপর কাজ করা উচিত। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটা সবার দায়িত্ব। আমি এখানে কোনও মাইন্ড গেম খেলতে আসিনি। আমি ভাল ক্রিকেটে মন দিতে চাই। ঠিক যেটা এই মুহূর্তে আমরা করছি।’’

আরও খবর:- রেকর্ডের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

পরের মুহূর্তেই অবশ্য ঘুরিয়ে বলে দিয়েছেন, হারটাকেও নিতে পারতে হয়। বলেন, ‘‘আমরা আমাদের ভালগুলোর দিকে নজর রেখেছি, হারটাও আমরা মেনে নিই। আমরা কখনও অভিযোগ করি না। আমরা সব সময়ই আমাদের খেলায় ভুল খুঁজে পাই আর সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি। এটাই সব ম্যাচে আমরা করি।’’ সোমবার ম্যাচের শেষ দিন যখন অ্যান্ডারসন ব্যাট করতে নামেন তখন অশ্বিনের সঙ্গে বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। তখন কোহালি ও আম্পায়ার দু’জনকে প্রতিহত করেন। সেই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে বিরাট বলেন, ‘‘এই প্রথমবার আমি কোনও উত্তপ্ত পরিস্থিতি থামানোর চেষ্টা করলাম। গতকাল অ্যান্ডারসন সাংবাদিক সম্মেলনে যা বলেছিলেন সেটা অশ্বিন ভালভাবে নেননি। ও আমাকে মাঠে বলেছিল। কিন্তু আমি বুঝতে পারিনি। আমি শুধু হেসেছিলাম। অশ্বিন তাতে খুশি হয়নি।’’

অশ্বিনের স্বভাব সম্পর্কে বলতে গিয়ে অধিনায়ক অবশ্য পরিষ্কার করেই বলেন, ‘‘ও কখনও খারাপ শব্দ ব্যবহার করে না। গতকালের অ্যান্ডারসনের মন্তব্য মেনে নিতে না পারায় এদিন মাঠে নামার পর ও বলেছিল, হারটাকেও মানতে শেখ। ঠিক এটাই হয়েছিল। পরে আমি জেমসকে বলি, এমনটা হয়, কিন্তু এটা থেকে এখন বেরিয়ে আসা উচিত।’’ ইংল্যান্ড অধিনায়ক কুক অ্যান্ডারসনের পাশে দাঁড়িয়েও এই প্রসঙ্গে বলেছেন, ‘‘ও একটা সত্যি ঘটনা তুলে ধরেছে। এটা যদি কোহালির কাছে জানতে চাওয়া হয় তা হলে দেখা যাবে বিষয়টি সত্যি। তবে, এই কথাগুলো বলার দরকার ছিল না।’’

অন্য বিষয়গুলি:

Ravichandran Ashwin James Anderson Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE