Advertisement
২২ নভেম্বর ২০২৪
cricket

বিশ্বকাপে ধারাভাষ্য দিয়ে সৌরভ-সঞ্জয়-হর্ষরা কত আয় করলেন জানেন?

বিরাট-রোহিতদের ভারতীয় বোর্ড কত টাকা দেয় তা অনেকেই জানেন। কিন্তু যাঁরা এই বিরাট-রোহিতদের খেলার ধরন, প্রতিটা বলের মাঝে ম্যাচের বিশ্লেষণ, ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি আপনাকে বুঝিয়ে দেন, সেই ধারাভাষ্যকাররা কত টাকা পান জানেন? বিশ্বকাপ থেকেই বা কত আয় করলেন ধারাভাষ্যকাররা? দেখে নেওয়া যাক তাঁদের আয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ১৩:০৪
Share: Save:
০১ ১১
বিরাট-রোহিতদের ভারতীয় বোর্ড কত টাকা দেয় তা অনেকেই জানেন। কিন্তু যাঁরা এই বিরাট-রোহিতদের খেলার ধরন, প্রতিটা বলের মাঝে ম্যাচের বিশ্লেষণ, ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি আপনাকে বুঝিয়ে দেন, সেই ধারাভাষ্যকাররা কত টাকা পান জানেন? বিশ্বকাপ থেকেই বা কত আয় করলেন ধারাভাষ্যকাররা? দেখে নেওয়া যাক তাঁদের আয়।

বিরাট-রোহিতদের ভারতীয় বোর্ড কত টাকা দেয় তা অনেকেই জানেন। কিন্তু যাঁরা এই বিরাট-রোহিতদের খেলার ধরন, প্রতিটা বলের মাঝে ম্যাচের বিশ্লেষণ, ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি আপনাকে বুঝিয়ে দেন, সেই ধারাভাষ্যকাররা কত টাকা পান জানেন? বিশ্বকাপ থেকেই বা কত আয় করলেন ধারাভাষ্যকাররা? দেখে নেওয়া যাক তাঁদের আয়।

০২ ১১
এবারের বিশ্বকাপে প্রথম বারের জন্য আইসিসি চুক্তি করেছে ধারাভাষ্যকারদের সঙ্গে। এর আগে ধারাভাষ্যকারদের সঙ্গে চুক্তি করত সম্প্রচারকারি চ্যানেল। এ বারের বিশ্বকাপের জন্যনিজেরাই ২৪জনের একটা ধারাভাষ্য দল তৈরি করে আইসিসি।

এবারের বিশ্বকাপে প্রথম বারের জন্য আইসিসি চুক্তি করেছে ধারাভাষ্যকারদের সঙ্গে। এর আগে ধারাভাষ্যকারদের সঙ্গে চুক্তি করত সম্প্রচারকারি চ্যানেল। এ বারের বিশ্বকাপের জন্যনিজেরাই ২৪জনের একটা ধারাভাষ্য দল তৈরি করে আইসিসি।

০৩ ১১
আইসিসিরই একটি সূত্র বলছে, ২০১৮ সালে ভারতীয় ধারাভাষ্যকারদের মধ্যে সব চেয়ে বেশি আয় ছিল সঞ্জয় মঞ্জরেকরের। তিনি এক সম্প্রচারকারি চ্যানেলের থেকে প্রতি সিরিজে ভারতীয় মুদ্রায় পেতেন প্রায় চার কোটি টাকা। এছাড়া প্রতি ম্যাচের জন্য পেতেন প্রায় ১৮ লক্ষ টাকা।

আইসিসিরই একটি সূত্র বলছে, ২০১৮ সালে ভারতীয় ধারাভাষ্যকারদের মধ্যে সব চেয়ে বেশি আয় ছিল সঞ্জয় মঞ্জরেকরের। তিনি এক সম্প্রচারকারি চ্যানেলের থেকে প্রতি সিরিজে ভারতীয় মুদ্রায় পেতেন প্রায় চার কোটি টাকা। এছাড়া প্রতি ম্যাচের জন্য পেতেন প্রায় ১৮ লক্ষ টাকা।

০৪ ১১
তবে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, হর্ষ ভোগলে, সুনীল গাওস্কররা ম্যাচ প্রতি মঞ্জরেকরের মতো প্রায় ১৮ লক্ষ টাকা পেলেও, সিরিজ প্রতি পেতেন সাড়ে তিন কোটি টাকা করে।

তবে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, হর্ষ ভোগলে, সুনীল গাওস্কররা ম্যাচ প্রতি মঞ্জরেকরের মতো প্রায় ১৮ লক্ষ টাকা পেলেও, সিরিজ প্রতি পেতেন সাড়ে তিন কোটি টাকা করে।

০৫ ১১
২০১৯ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে আইসিসি-র ধারাভাষ্যকারের প্যানেলে নাম ছিল মাত্র তিন জনের। তাঁরা হলেন সঞ্জয় মঞ্জরেকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং হর্ষ ভগলে। আইসিসি ২৪জনের এই ধারাভাষ্যকারের দলকে তিন ভাগে ভাগ করেছিল। গ্রেড এ, বি এবং সি।

২০১৯ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে আইসিসি-র ধারাভাষ্যকারের প্যানেলে নাম ছিল মাত্র তিন জনের। তাঁরা হলেন সঞ্জয় মঞ্জরেকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং হর্ষ ভগলে। আইসিসি ২৪জনের এই ধারাভাষ্যকারের দলকে তিন ভাগে ভাগ করেছিল। গ্রেড এ, বি এবং সি।

০৬ ১১
আইসিসি এখনও না জানালেও এক সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, সঞ্জয় মঞ্জরেকর ছিলেন গ্রেড এ-তে এবং বাকি দুই ভারতীয় ধারাভাষ্যকার ছিলেন গ্রেড বি-তে। সেই সূত্র জানাচ্ছে, বিশ্বকাপের মঞ্চেও সব চেয়ে বেশি আয় করা ভারতীয় ধারাভাষ্যকার ছিলেন সঞ্জয়ই।

আইসিসি এখনও না জানালেও এক সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, সঞ্জয় মঞ্জরেকর ছিলেন গ্রেড এ-তে এবং বাকি দুই ভারতীয় ধারাভাষ্যকার ছিলেন গ্রেড বি-তে। সেই সূত্র জানাচ্ছে, বিশ্বকাপের মঞ্চেও সব চেয়ে বেশি আয় করা ভারতীয় ধারাভাষ্যকার ছিলেন সঞ্জয়ই।

০৭ ১১
গ্রেড এ-তে থাকা মাইকেল ক্লার্ক, নাসির হুসেন ও সঞ্জয় মঞ্জরেকর টুর্নামেন্টের জন্য পেয়েছিলেন পাঁচ কোটি টাকার ওপরে। এর সঙ্গে প্রতি ম্যাচের জন্য তিনি পেতেন প্রায় ২৫ লক্ষ টাকা করে।

গ্রেড এ-তে থাকা মাইকেল ক্লার্ক, নাসির হুসেন ও সঞ্জয় মঞ্জরেকর টুর্নামেন্টের জন্য পেয়েছিলেন পাঁচ কোটি টাকার ওপরে। এর সঙ্গে প্রতি ম্যাচের জন্য তিনি পেতেন প্রায় ২৫ লক্ষ টাকা করে।

০৮ ১১
অন্য দিকে গ্রেড বি-তে থাকা দুই ভারতীয় সৌরভ ও হর্ষ পেয়েছেন টুর্নামেন্টের জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা এবং ম্যাচ প্রতি আয় ছিল প্রায় ২১ লক্ষ টাকা। এই গ্রেড বি-তেই ছিলেন ওয়াসিম আক্রম, ব্রেন্ডন ম্যাকালাম, ইয়ান বিশপদের মতো প্রাক্তনীরা।

অন্য দিকে গ্রেড বি-তে থাকা দুই ভারতীয় সৌরভ ও হর্ষ পেয়েছেন টুর্নামেন্টের জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা এবং ম্যাচ প্রতি আয় ছিল প্রায় ২১ লক্ষ টাকা। এই গ্রেড বি-তেই ছিলেন ওয়াসিম আক্রম, ব্রেন্ডন ম্যাকালাম, ইয়ান বিশপদের মতো প্রাক্তনীরা।

০৯ ১১
আইসিসি-র ধারাভাষ্যকার প্যানেলে যে তিন মহিলা ধারাভাষ্যকার ছিলেন, তাঁরা হলেন ইশা গুহ, মেলানি জোন্স এবং অ্যালিসন মিচেল। এদের মধ্যে একমাত্র অ্যালিসন মিচেলই এমন ধারাভাষ্যকার যিনি ক্রিকেটার নন।

আইসিসি-র ধারাভাষ্যকার প্যানেলে যে তিন মহিলা ধারাভাষ্যকার ছিলেন, তাঁরা হলেন ইশা গুহ, মেলানি জোন্স এবং অ্যালিসন মিচেল। এদের মধ্যে একমাত্র অ্যালিসন মিচেলই এমন ধারাভাষ্যকার যিনি ক্রিকেটার নন।

১০ ১১
এই অ্যালিসন মিচেল রয়েছেন গ্রেড বি-তে। মহিলা ধারাভাষ্যকারদের মধ্যে তিনিই আয়ের হিসেবে এগিয়ে। সৌরভদের মতো তাঁরও ম্যাচ প্রতি আয় প্রায় ২১ লক্ষ টাকা। বিবিসি-র এই প্রাক্তন কর্মীর সিরিজ প্রতি আয় প্রায় সাড়ে চার কোটি টাকা।

এই অ্যালিসন মিচেল রয়েছেন গ্রেড বি-তে। মহিলা ধারাভাষ্যকারদের মধ্যে তিনিই আয়ের হিসেবে এগিয়ে। সৌরভদের মতো তাঁরও ম্যাচ প্রতি আয় প্রায় ২১ লক্ষ টাকা। বিবিসি-র এই প্রাক্তন কর্মীর সিরিজ প্রতি আয় প্রায় সাড়ে চার কোটি টাকা।

১১ ১১
অন্যদিকে ইশা গুহ এবং মেলানি জোন্স রয়েছেন গ্রেড সি-তে। তাঁদের সিরিজ প্রতি আয় প্রায় সাড়ে তিন কোটি টাকা এবং ম্যাচ প্রতি আয় প্রায় ১৮ লক্ষ টাকা। শুধু তাঁরাই নন। গ্রেড সি-তে রয়েছেন আরও অনেক ক্রিকেটার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম কুমার সঙ্গকারা, মাইকেল হোল্ডিং-এর মতো ক্রিকেটার।

অন্যদিকে ইশা গুহ এবং মেলানি জোন্স রয়েছেন গ্রেড সি-তে। তাঁদের সিরিজ প্রতি আয় প্রায় সাড়ে তিন কোটি টাকা এবং ম্যাচ প্রতি আয় প্রায় ১৮ লক্ষ টাকা। শুধু তাঁরাই নন। গ্রেড সি-তে রয়েছেন আরও অনেক ক্রিকেটার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম কুমার সঙ্গকারা, মাইকেল হোল্ডিং-এর মতো ক্রিকেটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy