Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কোচ রমেশই বদলে দিয়েছেন মানসিকতা, বলছেন হরমন

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে পওয়ারকে ধন্যবাদ দিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ‘‘আমাদের পরিকল্পনা এখন ঠিকঠাক হচ্ছে। আমরা আরও বড় লক্ষ্যের দিকে এগোচ্ছি।

অভিযান: জার্সির জয়। টুইটারে মিতালি, হরমনপ্রীতের বার্তা।

অভিযান: জার্সির জয়। টুইটারে মিতালি, হরমনপ্রীতের বার্তা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০৪:৫২
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় মেয়ে ক্রিকেট দলের কোচ-সমস্যা বড় হয়ে দেখা দিয়েছিল। শোনা গিয়েছিল, তৎকালীন কোচ তুষার আরোঠেকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। এর পরে তুষারকে সরিয়ে হরমনপ্রীত কৌরদের কোচ করা হয় ভারত ও মুম্বইয়ের প্রাক্তন অফস্পিনার রমেশ পওয়ারকে। দলের এই নতুন কোচকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত হরমনপ্রীত। বলছেন, ‘‘রমেশের জন্যই বদলে গিয়েছে দলের মানসিকতা।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে পওয়ারকে ধন্যবাদ দিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ‘‘আমাদের পরিকল্পনা এখন ঠিকঠাক হচ্ছে। আমরা আরও বড় লক্ষ্যের দিকে এগোচ্ছি। রমেশ দায়িত্ব নেওয়ার পরে মেয়েদের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। যার জন্য কৃতিত্ব প্রাপ্য নতুন কোচেরই।’’

ইংল্যান্ড বনাম ভারতের এই সেমিফাইনালকে অনেকেই দেখছেন হরমনপ্রীতদের প্রতিশোধের লড়াই হিসেবে। বছর দেড়েক আগে লর্ডসে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় মিতালি রাজের ভারত। কিন্তু হরমনপ্রীত বলছেন, ‘‘আমরা অতীত নিয়ে বেশি ভাবি না। বর্তমানে থাকতেই ভালবাসি। এই প্রতিযোগিতায় আমরা যথেষ্ট ভাল খেলছি। আমাদের লক্ষ্য হল, অতীতে কী হয়েছে না ভেবে এই ম্যাচে কী করা যায়, তার ওপর ফোকাস করা।’’ ভারত অধিনায়ক আরও বলেন, ‘‘ওই বিশ্বকাপ ফাইনাল আর এই ম্যাচের মধ্যে অনেক তফাত। ফর্ম্যাট অন্য রকম। দল আলাদা। তা-ই দুটো ম্যাচকে এক করে দেখলে চলবে না।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছেন ভারতীয় মেয়েরা। হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, মিতালিদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একের পর এক টুইট করেছেন বিরাট কোহালি, রোহিত শর্মা, সানিয়া মির্জারা। শুরুটা করেছিলেন কোহালিই। যে ভাবে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা, তাতে আপ্লুত হরমনপ্রীত। বৃহস্পতিবার মিতালি নিজের ছবি পোস্ট করে টুইট করেন, ‘‘সবার এই সমর্থন আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় (ভারতীয় সময়) আমাদের ম্যাচ শুরু। যে ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। আসুন, সবাই মিলে কাপটা ঘরে

নিয়ে আসি।’’

সেমিফাইনালে তাঁদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে নিয়ে হরমনপ্রীত বলেছেন, ‘‘আমরা এই ম্যাচটাকে আর একটা ম্যাচের মতোই দেখছি। আমাদের নিজেদের কাজটা ঠিকঠাক করতে হবে। সে দিকেই নজর দিচ্ছি।’’ গ্রুপ পর্যায়ে চার ম্যাচ খেলে চারটেতেই জিতেছেন হরমনপ্রীতরা। উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে। হরমনপ্রীতের মন্তব্য, ‘‘আমরা যে ভাবে গ্রুপ পর্বে খেলেছি, সে-ই ফর্মটা ধরে রাখতে চাই।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE