অধিনায়কোচিত ইনিংস হ্যামিলটন মাসাকাদজার। ছবি: এএফপি।
১৬৯.০৪ স্ট্রাইক রেটে ৪২ বলে ম্যাচ-জেতানো ৭১। ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছয়। আর এই ইনিংসেই টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড করলেন জিম্বাবোয়ের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা।
চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিকে নেমেছিলেন মাসাকাদজা। আর বিদায়ী ইনিংস স্মরণীয় করে রাখলেন তিনি। কারণ, এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ইনিংসে এটাই ব্যক্তিগত সর্বাধিক রান।
৩৬ বছর বয়সি মাসাকাদজার ৭১ রানই টি-টোয়েন্টিতে বিদায়ী ইনিংসে এখন এক নম্বরে। তাঁর ব্যাটেই আফগানিস্তানের টানা জয়ের রথ থমকে গেল। এই ফরম্যাটে একটানা ১২ ম্যাচ জিতেছিল আফগানিস্তান। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার এই ফরম্যাটে হেরেছিল আফগানরা। টি-টোয়েন্টিতে এশিয়ার কোনও দেশের বিরুদ্ধে এটা আবার জিম্বাবোয়ের প্রথম জয়। প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৫৫ তুলেছিল আফগানিস্তান। জবাবে তিন বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল জিম্বাবোয়ে (১৫৬-৩)।
আরও পড়ুন: ‘টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নিয়ে কোনও অভিযোগ নেই’
আরও পড়ুন: ফিরে এল পুরনো স্মৃতি! ভারতের অনুশীলনে দ্রাবিড়
🚨Zimbabwe win! 🚨
— ICC (@ICC) September 20, 2019
The perfect send-off for captain Hamilton Masakadza who has played his last game for his country today!
His side win by seven wickets 👏 pic.twitter.com/Gx9cDTTKzt
সাত উইকেটে জয়ের পর মাসাকাদজা বলেছেন, “এই ইনিংসটা সুপার স্পেশ্যাল। দলকে জেতাতে পারা বিশেষ মুহূর্ত। আর সেটাও আমার শেষ ম্যাচে করতে পেরেছি। আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারানোও স্পেশ্যাল ব্যাপার।” তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে রয়েছে ৩৮ টেস্ট, ২০৯ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ১,৬৬২ রান রয়েছে তাঁর। যা জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy