ফাইনালে ওঠার পর পাভলিউচেঙ্কোভা। ছবি রয়টার্স
ফরাসি ওপেনের ফাইনালে উঠে গেলেন আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। মহিলাদের সিঙ্গলসে তিনি হারালেন তামারা জিদানেককে।
সেমিফাইনালে রাশিয়ার পাভলিউচেঙ্কোভা জেতেন ৭-৫, ৬-৩ গেমে। তিনি ছিলেন ৩১ নম্বর বাছাই। উল্টোদিকে স্লোভেনিয়ার জিদানেক ছিলেন অবাছাই। সরাসরি সেটে হেরে গেলেও জিদানেক যথেষ্ট ভাল খেলেন। পাভলিউচেঙ্কোভার জিততে দেড় ঘণ্টারও বেশি সময় লাগে।
ম্যাচে প্রথম সার্ভিস ব্রেক করেন জিদানেকই। কিন্তু চতুর্থ গেমে পাভলিউচেঙ্কোভা সার্ভিস ব্রেক করে ২-২ করেন। এরপর অষ্টম ও নবম গেমে পরপর দু’জনের সার্ভিস ব্রেক হয়। এরপরেও হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রথম সেটে। দ্বাদশ গেমে সার্ভিস ব্রেক করে সেট জিতে নেন পাভলিউচেঙ্কোভা।
FINAL BOUND 🎟
— Roland-Garros (@rolandgarros) June 10, 2021
In her 52nd major, @NastiaPav has secured a maiden final and a return to the top 20 with a 7-5, 6-3 win over Tamara Zidansek. #RolandGarros pic.twitter.com/U4Mrz0M2CE
দ্বিতীয় সেটেও শুরু থেকে লড়াই জমে ওঠে। পাভলিউচেঙ্কোভা দ্বিতীয় গেমে সার্ভিস ব্রেক করে ২-০ এগিয়ে যান। পরের গেমেই ম্যাচে ফিরে আসেন জিদানেক। কিন্তু চতুর্থ গেমে আবার তাঁর সার্ভিস ব্রেক হয়ে যায়। সপ্তম গেমে ফের তিনি ম্যাচে ফেরেন। কিন্তু পরের গেমেই আবার সার্ভিস ব্রেক করে পাভলিউচেঙ্কোভা ৫-৩ এগিয়ে যান। সেখান থেকে ম্যাচ জিততে তাঁর আর সমস্যা হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy