প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অমিত ভান্ডারি। ছবি সংগৃহীত।
দলে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের হাতে জখম হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অমিত ভান্ডারি। অমিত বর্তমানে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান। সোমবার নয়াদিল্লির কাশ্মীরি গেট এলাকার সেন্ট স্টিফেন মাঠে চলছিল অনূর্ধ্ব ২৩ দলের ট্রায়াল। সেখানেই লোহার রড, হকি স্টিক নিয়ে তাঁর উপর হামলা চালায় এক দল যুবক।
আজ দুপুর ১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। সেই সময় মুস্তাক আলি ট্রফির জন্য অনূর্ধ্ব ২৩ দলের ট্রায়াল চলছিল।
আহত অবস্থায় তাঁকে সন্ত পরমানন্দ হাসপাতালে নিয়ে যায় কমিটির অপর নির্বাচকসুখবিন্দর সিংহ। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে গিয়েছিল।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অনূর্ধ্ব ২৩ দলে সুযোগ না পাওয়া কয়েকজন খেলোয়াড় অমিতের উপর আক্রমণ করে।
আরও পড়ুন: এ বার ‘বেবিসিটার’-এর ভূমিকায় দেখা গেল সহবাগকে
দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘দুপুর ১টা নাগাদ দুই-তিন জন খেলোয়াড় অমিতের কাছে আসে। তারপর ব্যাট লোহার র়ড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। আঘাত পেয়ে রক্তে ভেসে যাচ্ছিল তাঁর মাথা। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
প্রাথমিক চিকিত্সার পর অমিতের বিপদ কেটে গেলেও তাঁর মাথায় ও পায়ে বড়সড় আঘাত লেগেছে।
আরও পড়ুন: বিরাট সব রেকর্ড ভেঙে দেবে: ওয়ার্ন
(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরেরসেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy