Advertisement
০২ নভেম্বর ২০২৪
TMC

বিজেপিতে যোগ দিলেন অশোক ডিন্ডা, ক্রিকেট মাঠেও এবার ঘাসফুল বনাম পদ্মফুল

মনোজ তিওয়ারির তৃণমূলে যোগ দেওয়ার দিনই অশোক ডিন্ডা যোগ দিলেন বিজেপিতে। রূপোলী পর্দার জগতের মতো ময়দানের সবুজেও ঘাসফুল বনাম পদ্মফুল।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৩
Share: Save:

মনোজ তিওয়ারির তৃণমূলে যোগ দেওয়ার দিনই অশোক ডিন্ডা যোগ দিলেন বিজেপিতে। রূপোলী পর্দার জগতের মতো ময়দানের সবুজেও ঘাসফুল বনাম পদ্মফুল।

বিজেপিকেই বাছলেন কেন প্রশ্ন করায় বাংলার প্রাক্তন ক্রিকেটার ডিন্ডা বলেন, ‘‘আমার বিজেপিকেই ভাল লাগে, কারণ এরাই একমাত্র দল, যারা ভাল কিছু করার ক্ষমতা রাখে। তাছাড়া বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল।’’

বিজেপিতে কোনও পদের আশা করছেন কিনা জানতে চাইলে ডিন্ডা বলেন, ‘‘আমি সাধারণ কর্মীর মতোই কাজ করব, মানুষের পাশে থাকাই আমার ইচ্ছে। ’’

রাজনীতির মঞ্চে তাঁকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানাচ্ছেন ডিন্ডা। তিনি বলেন, ‘‘বিজেপি আমাকে সুযোগ দিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য। আমি কষ্ট করে বড় হয়েছি। চাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ আর আমার দাদা শুভেন্দু অধিকারীকে।’’

একদা সতীর্থ এখন ভোটের ময়দানে প্রতিপক্ষ। কারণ মনোজ যোগ দিলেন তৃণমূলে আর ডিন্ডা বিজেপিতে। তবে দুজন আলাদা দলে যোগ দিলেও সম্পর্ক স্বাভাবিক আছে বলেই দাবি করলেন বাংলার প্রাক্তন পেসার। আনন্দবাজার ডিজিটালকে ফোনে তিনি বলেন, ‘‘মনোজের সঙ্গে আমার সকালেই কথা হয়েছে। ওঁর অন্য দলে যোগ দেওয়া নিয়ে আমি বেশি কিছু বলব না। আমি বাড়ির সকলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাড়ির সবাই আমায় সমর্থন করেছে।’’

সদ্য অবসর নিয়েছেন ডিন্ডা। হাঁটুর চোটের জন্য বিজয় হজারে ট্রফিতে খেলছেন না মনোজ।

অন্য বিষয়গুলি:

BJP TMC CAB Manoj Tiwary ashok dinda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE