খুবই সহজ ভাবে মেসিকে আটকে দেওয়ার পরিকল্পনা ছকার কথা বলেছিলেন ফান হাল। সেই অপমান মেনে নিতে পারেননি মেসি। ফাইল ছবি
বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ হয়ে উঠেছিল আলোচনার অন্যতম বিষয়। ঘটনাবহুল সেই ম্যাচে রেফারির একের পর এক কার্ড দেখানো ছাড়াও, দু’দলের ফুটবলাররা একাধিক বার ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। রেগে গিয়েছিলেন খোদ লিয়োনেল মেসিও। তোপ দেগেছিলেন বিপক্ষ কোচ লুইস ফান হালের প্রতি। কেন সেই ম্যাচে ডাচ কোচের উপর রেগে গিয়েছিলেন মেসি, তা প্রকাশ্যে এনেছেন তাঁর প্রাক্তন সতীর্থ জুয়ান রোমান রিকেলমে।
ম্যাচের মাঝে ডাচ কোচের সামনে গিয়ে গোলের পর কানে হাত দিয়ে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছিল মেসিকে। কোনও দিন তাঁকে ফুটবল মাঠে এতটা রাগতে দেখা যায়নি। মেসির সেই চেহারা ছিল অজানা। সেই ঘটনার কথা বলতে গিয়ে রিকেলমে বলেছেন, “উনি এমন কথা বলেছিলেন যেটা বলা উচিত ছিল না। ফুটবলে এ ধরনের জিনিস হওয়া একেবারেই উচিত নয়। মেসিকে কোনও ভাবেই রাগানোর দরকার ছিল না। ওকে বরং জড়িয়ে ধরে তারিফ করা উচিত ছিল, যাতে কিছুটা হলেও আবেগপ্রবণ হয়ে ওঠে ওর মন।”
Riquelme on Messi’s celebration:
— All About Argentina 🛎 (@AlbicelesteTalk) January 26, 2023
“You can't make the best angry. It's better to hug him, kiss him. If you make him angry, it's worse. If you make the best one angry, it's impossible to beat him. Van Gaal's words is the best what’s happened to Argentina.”pic.twitter.com/uW5VQMg2wg
রিকেলমে আরও বলেছেন, “বিশ্বের সেরা ফুটবলার যদি রেগে যায় তা হলে তাকে হারানো যায় না। অসম্ভব। সে কারণেই ম্যাচের আগে মেসির সম্পর্কে ফান হাল যা বলেছিল তাতে মেসিরই সুবিধা হয়ে গিয়েছিল। মেসির পক্ষে একটা সুবিধা হল, ও রেগে গেলেও কার্ড দেখিয়ে ওকে মাঠের বাইরে বের করে দেওয়া কঠিন কাজ।”
উল্লেখ্য, আর্জেন্টিনা ম্যাচের আগে ফান হাল জানিয়েছিলেন, মেসিকে আটকানোর প্রক্রিয়া তাঁর জানা। কিন্তু কিছুতেই প্রকাশ্যে সেটা বলবেন না। খুবই সহজ ভাবে মেসিকে আটকে দেওয়ার পরিকল্পনা ছকার কথা বলেছিলেন ফান হাল। সেই অপমান মেনে নিতে পারেননি মেসি। তিনি রেগে গিয়েছিলেন। তাঁর প্রতিফলন দেখা যায় মাঠে। যদিও আর্জেন্টিনাকে ম্যাচটি টাইব্রেকারে জিততে হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy