মহিলাদের বিশ্বকাপ জেতার পর ফুটবলার জেনিফার হারমোসোর উপর যৌন হেনস্থা হওয়া নিয়ে বিতর্ক হয়েছিল স্পেনের ফুটবলে। আবার নতুন বিতর্কে লেমিনে ইয়ামালের দেশ। এ বার পুরুষদের বিশ্বকাপ আয়োজনের মাঠকে কেন্দ্র করে।
সে দেশের এক সংবাদপত্র জানিয়েছে, অর্থের বিনিময়ে একটি স্টেডিয়ামকে বাদ দিয়ে আর একটি স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই ইস্তফা দিয়েছেন ২০৩০ বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান মারিয়ো তাতো। স্পেনের ফুটবল সংস্থা অবশ্য এই ঘটনা নিয়ে মুখ খোলেনি।
স্পেনের সংবাদপত্র ‘এল মুন্ডো’ এক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে জানানো হয় ভিগো এলাকার বালাইদোস স্টেডিয়ামের বদলে স্যান সেবাস্তিয়ানের আনোয়েতা স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরেই ভিগোর মেয়র আবেল কাবায়েরো সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, কেন, কার নির্দেশে এবং কোন পরিপ্রেক্ষিতে তাঁর শহরের মাঠ থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবিও তোলেন তিনি।
আরও পড়ুন:
দুর্নীতি প্রকাশ্যে আসতেই তাতো ইস্তফা দেন। উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, মরক্কো এবং পর্তুগাল। স্পেনের ১১টি, মরক্কোর ছ’টি এবং পর্তুগালের তিনটি মাঠে বিশ্বকাপের ম্যাচ হবে।
২০২৩ সালে স্পেনের ফুটবল সংস্থার তৎকালীন সভাপতি লুই রুবিয়ালেস পুরস্কারমঞ্চে দাঁড়িয়ে চুমু খেয়েছিলেন ফুটবলার হারমোসোকে। পরে হারমোসো জানান, জোর করে চুমু খেয়েছেন রুবিয়ালেস। যৌন হেনস্থার অভিযোগ আনেন। এর পর রুবিয়ালেস পদত্যাগ করেন। তাঁর উত্তরাধিকারী পেদ্রো রোচা নিজের অধিকারের বাইরে কাজ করতে গিয়ে নিলম্বিত হন। এখন দায়িত্বে রয়েছেন রাফায়েল লৌজ়ান।