Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
real madrid

Mirtha Sosa: শরীরে শুধু রিয়েল মাদ্রিদের স্কার্ফ, বেঞ্জিমাদের সমর্থনে নতুন অবতারে মডেল সোসা

মৃথা সোসা। পেশায় মডেল। তিনি আবার ফুটবল ভক্ত। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলের অনুরাগী সোসা। প্রিয় ক্লাব অবশ্য রিয়াল মাদ্রিদ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৭:১০
Share: Save:
০১ ১২
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৩-৪ ব্যবধানে হার। কিন্তু দ্বিতীয় লেগে ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। প্রিয় দলের দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রায় নগ্ন হয়ে নেট মাধ্যমে ছবি দিয়েছেন সোসা।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৩-৪ ব্যবধানে হার। কিন্তু দ্বিতীয় লেগে ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। প্রিয় দলের দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রায় নগ্ন হয়ে নেট মাধ্যমে ছবি দিয়েছেন সোসা।

০২ ১২
পোশাক বলতে সোসার শরীরে কিছুই নেই। রয়েছে শুধু রিয়েল মাদ্রিদের একটি স্কার্ফ। তা দিয়েই নিজের লজ্জা ঢেকেছেন তিনি।

পোশাক বলতে সোসার শরীরে কিছুই নেই। রয়েছে শুধু রিয়েল মাদ্রিদের একটি স্কার্ফ। তা দিয়েই নিজের লজ্জা ঢেকেছেন তিনি।

০৩ ১২
২০১৬ সালে রিয়েলের ৩৫তম লা লিগা জয়ের পর সম্পূর্ণ নগ্ন হতেও পিছু পা হননি সোসা।

২০১৬ সালে রিয়েলের ৩৫তম লা লিগা জয়ের পর সম্পূর্ণ নগ্ন হতেও পিছু পা হননি সোসা।

০৪ ১২
সোসার প্রিয় ফুটবলার রোনাল্ডো। পর্তুগিজ ফুটবলারের নাম বা জার্সির নম্বর লেখা স্বল্পবাসেও বহু ছবি রয়েছে তাঁর।

সোসার প্রিয় ফুটবলার রোনাল্ডো। পর্তুগিজ ফুটবলারের নাম বা জার্সির নম্বর লেখা স্বল্পবাসেও বহু ছবি রয়েছে তাঁর।

০৫ ১২
রোনাল্ডো এখনও রিয়েল ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। সিআর সেভেন পুরনো ক্লাবে ফেরায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের সমর্থনেও বেশ কিছু ছবি দিয়েছেন সোসা।

রোনাল্ডো এখনও রিয়েল ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। সিআর সেভেন পুরনো ক্লাবে ফেরায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের সমর্থনেও বেশ কিছু ছবি দিয়েছেন সোসা।

০৬ ১২
ফুটবল প্রেমে রোনাল্ডো, রিয়েল, ম্যাঞ্চেস্টারের মধ্যে নিজেকে আটকে রাখতে রাজি নন সোসা। সমর্থনের বিষয়ে তিনি সত্যিই উদার মনের।

ফুটবল প্রেমে রোনাল্ডো, রিয়েল, ম্যাঞ্চেস্টারের মধ্যে নিজেকে আটকে রাখতে রাজি নন সোসা। সমর্থনের বিষয়ে তিনি সত্যিই উদার মনের।

০৭ ১২
স্পেনের সমর্থকদেরও হতাশ করেননি সোসা। ছবি তুলেছেন স্পেনের জাতীয় দলের জার্সি গায়েও।

স্পেনের সমর্থকদেরও হতাশ করেননি সোসা। ছবি তুলেছেন স্পেনের জাতীয় দলের জার্সি গায়েও।

০৮ ১২
বার বার ফুটবলপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছেন মৃথা সোসা। বিভিন্ন সময় নানা অবতারে দেখা দিয়েছেন এই লাস্যময়ী মডেল।

বার বার ফুটবলপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছেন মৃথা সোসা। বিভিন্ন সময় নানা অবতারে দেখা দিয়েছেন এই লাস্যময়ী মডেল।

০৯ ১২
সোসা নিরাশ করেননি নিজের দেশের ফুটবল অনুরাগীদেরও। প্যারাগুয়ের সমর্থনেও বহু আবেদনময়ী ছবি দেখা যায় নেট মাধ্যমে।

সোসা নিরাশ করেননি নিজের দেশের ফুটবল অনুরাগীদেরও। প্যারাগুয়ের সমর্থনেও বহু আবেদনময়ী ছবি দেখা যায় নেট মাধ্যমে।

১০ ১২
সোসার ফুটবল প্রেম তাঁকে পরিচিতি দিয়েছে ফুটবল বিশ্বে। ফুটবলের টানে মাঝে মধ্যেই গ্যালারিতে হাজির হয়ে যান।

সোসার ফুটবল প্রেম তাঁকে পরিচিতি দিয়েছে ফুটবল বিশ্বে। ফুটবলের টানে মাঝে মধ্যেই গ্যালারিতে হাজির হয়ে যান।

১১ ১২
বর্তমানে ফুটবলের অন্যতম হটেস্ট ভক্ত হিসেবে সোসাকেই ধরা হয়। মডেলিংয়ের পাশাপাশি ফুটবল নিয়ে তাঁর আগ্রহ বিশ্বজুড়ে তাঁকে নিয়েও ক্রমাগত বাড়াচ্ছে আগ্রহ।

বর্তমানে ফুটবলের অন্যতম হটেস্ট ভক্ত হিসেবে সোসাকেই ধরা হয়। মডেলিংয়ের পাশাপাশি ফুটবল নিয়ে তাঁর আগ্রহ বিশ্বজুড়ে তাঁকে নিয়েও ক্রমাগত বাড়াচ্ছে আগ্রহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy