মরসুমের শুরুতে গোটা বিশ্বে শিরোনাম তৈরি করে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। কয়েক মাস যেতে না যেতেই হাঁপ ধরে গিয়েছে কিলিয়ান এমবাপের। সাম্প্রতিক খবর অনুযায়ী, তিনি পুরোপুরি ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছেন। ‘মানসিক সমস্যায়’ও ভুগছেন এমবাপে।
ফ্রান্সের এক সাংবাদিকের প্রতিবেদন প্রকাশ্যে আসতে হইচই পড়েছে বিশ্ব ফুটবলে। তাঁর দাবি, রিয়ালে এসে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় কিছুতেই মানিয়ে নিতে পারছেন না এমবাপে। তাঁকে জোর করে সেই জায়গায় খেলানো হচ্ছে। গোল এবং ছন্দ না পাওয়ায় মানসিকতা তলানিতে এসে ঠেকেছে তাঁর।
ইউরো কাপের পর স্টকহোমে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে ধর্ষণে নাম জড়িয়েছে তাঁর। সেই মামলা চলছে আদালতে। ফুটবলজীবনে খারাপ সময় কাটানোর সময় ব্যক্তিগত জীবনেও খুব ভাল জায়গায় নেই এমবাপে।
কাটা ঘায়ে নুনের ছিটের মতো ফ্রান্স দল থেকেও বাদ পড়েছেন তিনি। ক’দিন আগেও যিনি দলের অধিনায়ক ছিলেন তাঁকে পর পর দু’বার বাদ দিলেন কোচ দিদিয়ের দেশঁ। সেই ঘটনাও খুশি করতে পারেনি এমবাপেকে।
আরও পড়ুন:
সাংবাদিকের দাবি, বিভিন্ন ঘটনার জেরে ফরাসিবাসীর কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন এমবাপে। সব দিক থেকে তিনি সমস্যায় পড়েছেন। সে কারণে মাঠে তাঁর পারফরম্যান্সে প্রভাব পড়েছে। ফ্রান্সের মানুষ ওঁকে যতটা ভালবাসবেন বলে এমবাপে ভেবেছিলেন, ততটা ভালবাসা পাননি। সেটাও ওঁর দুঃখের একটা কারণ।