Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Gianluigi Buffon

ফুটবলকে বিদায় ইটালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক বুফনের

১৯৯৭ সালে ইটালির জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ ঘটেছিল বুফনের। দেশের জার্সিতে খেলেছেন ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ। তার মধ্যে রয়েছে ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়।

An image of Gianluigi Buffon

কিংবদন্তি: অবসর ঘোষণা করে দিলেন বুফন।  —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ০৫:৫৯
Share: Save:

অবশেষে ফুটবলকে বিদায় জানিয়েই ফেললেন ইটালির কিংবদন্তি গোলরক্ষক জানলুইজি বুফন। বুধবার সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি।

১৯৯৭ সালে ইটালির জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ ঘটেছিল বুফনের। দেশের জার্সিতে খেলেছেন ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ। তার মধ্যে রয়েছে ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়। ২০১২ ইউরোতে রানার্স ইটালি দলেরও সদস্য ছিলেন তিনি। ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে জিতেছেন দশটি সেরি-আ। দু’বার চ্যাম্পিয়ন্স লিগে রানার্স। কোপা ইটালিয়া জয় পাঁচ বার। পারমার হয়ে একবার করে কোপা ইটালিয়া, উয়েফা কাপ জিতেছেন।

সমাজমাধ্যমে বুফন লিখেছেন, ‘‘এ বার থামলাম। আপনারা সমস্ত কিছুই দিয়েছেন আমাকে। আমিও নিজের সেরা খেলা উপহার দিয়েছি। অবসরের সময় চলে এসেছে।’’

অন্য বিষয়গুলি:

Goalkeeper football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE