গোলের পর মোহনবাগানের উচ্ছ্বাস।
আর গোল এল না। তবে তিন পয়েন্ট ঘরে তুলতে কোনও অসুবিধা হল না এটিকে মোহনবাগানের।
দ্বিতীয় জয় তুলতে আর বেশিক্ষণ বাকি নেই মোহনবাগানের।
মোহনবাগানের আইএসএল-এ ডার্বি জয়ের হ্যাটট্রিক এখন কার্যত নিশ্চিত।
মাত্র ১০ মিনিট বাকি। বল পজেশন বেশি থাকলেও ইস্টবেঙ্গল গোলমুখে বেশি এগোতেই পারছে না।
গোলের লক্ষ্যে চিমাকে নামালেন লাল-হলুদ কোচ দিয়াস। বসলেন সিডোয়েল।
কৃষ্ণের ভাসানো বল বুক দিয়ে নামিয়েছিলেন বুমোস। কাউকো ব্যর্থ গোল করতে।
একা ইস্টবেঙ্গল গোলকিপারকে পেয়ে গিয়েছিলেন মনবীর। কিন্তু সুযোগ নষ্ট করলেন।
এখনও এক গোলও শোধ করতে পারল না ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কঠিন লড়াই লাল-হলুদের সামনে।
এসসি ইস্টবেঙ্গল বেশিক্ষণ পায়ে বলই রাখতে পারছে না। বল মোহনবাগানের পায়ে।
গোলে শট করেছিলেন বুমোস। তবে বল লক্ষ্যে ছিল না।
গোলকিপার অরিন্দমের জায়গায় নামলেন শুভম। হামতের জায়গায় নামলেন অমরজিৎ।
ম্য়াচে একের পর এক আক্রমণ করে চলেছে এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গল রক্ষণ সেটা সামলাতেই ব্যস্ত। আক্রমণে ওঠার সুযোগই পাচ্ছে না তারা।
এ বার গোলদাতা লিস্টন। অরিন্দম গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তাঁর হাত থেকে বল বেরিয়ে যায়। সেই বল ধরে জালে জড়ালেন লিস্টন।
শুরুতেই জোড়া গোলের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। রক্ষণ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা।
শুরুতেই দুরন্ত এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ এবং মনবীর সিংহের সৌজন্যে ২-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
.@RoyKrishna21 does it again! 👊
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2021
He scores his third goal in as many #KolkataDerby matches!
Watch the #SCEBATKMB game live on @DisneyPlusHS - https://t.co/ts33XQnwW2 and @OfficialJioTV
Live Updates: https://t.co/j1OSyG5eMr#HeroISL #LetsFootball #ISLMoments https://t.co/DV72qGlpRN pic.twitter.com/GWRR8f1XEg
বল ধরে ইস্টবেঙ্গলের বক্সে ঢোকার চেষ্টা করছিল মোহনবাগান। তবে গোলকিপারের তৎপরতায় বিপদ কাটল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy