Advertisement
০৬ নভেম্বর ২০২৪
ISL 2021-22

ISL 2021-22: হায়দরাবাদের বিরুদ্ধে মনঃসংযোগ নষ্ট হয়েছে, মেনে নিলেন সবুজ-মেরুন কোচ

সবুজ-মেরুন রক্ষণে ভুল হয়েছে সেটাও মানছেন ফেরান্দো। তিনি বলেন, “প্রথম গোলটার ক্ষেত্রে ছেলেরা বোধ হয় ভেবে ছিল অফসাইড হয়েছে। কিন্তু তা দেওয়া হয়নি। সত্যিই ছিল কি না, তা আমাকে জানতে হবে। আর পরের দুটো গোলে আমাদের ছেলেরা ঠিক জায়গায় ছিল না।”

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১২:১৭
Share: Save:

নিজেদের ভুলে হারতে হয়েছে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। স্বীকার করে নিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। তবে আশাহত হচ্ছেন না তিনি। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবেন বলেই মনে করছেন সবুজ-মেরুন কোচ।

এক গোলে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। সেখান থেকে ১-৩ গোলে হেরে যায় তারা। ফেরান্দো বলেন, “চোট হওয়ার ফলে কিছু খেলোয়াড় পরিবর্তন করতে বাধ্য হই। পরিকল্পনাও বদলাতে হয়। দুটো গোল আমরা খেয়েছি নিজেদেরই ভুলে। সেই সময় আমরা মনঃসংযোগ হারিয়ে ফেলি। প্রতিপক্ষ সেই সুযোগটাই নেয়। বিশেষ করে যদি হায়দরাবাদের মতো প্রতিপক্ষ হয়।”

সবুজ-মেরুন রক্ষণে ভুল হয়েছে সেটাও মানছেন ফেরান্দো। তিনি বলেন, “প্রথম গোলটার ক্ষেত্রে ছেলেরা বোধ হয় ভেবে ছিল অফসাইড হয়েছে। কিন্তু তা দেওয়া হয়নি। সত্যিই ছিল কি না, তা আমাকে জানতে হবে। আর পরের দুটো গোলে আমাদের ছেলেরা ঠিক জায়গায় ছিল না।”

মোহনবাগানের পরের ম্যাচ ১৬ মার্চ। হায়দরাবাদের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামবে তারা। ৩ গোল খেয়ে একটু পিছিয়ে থেকেই নামবে সবুজ-মেরুন। তবু ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী ফেরান্দো।

অন্য বিষয়গুলি:

ISL 2021-22 ATK Mohun Bagan Juan Ferrando
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE