Advertisement
E-Paper

রোনাল্ডোর জোড়া গোলে দাপট পর্তুগালের, দুঃসময় ব্রাজিলের

রোনাল্ডো ছাড়া গোল করেছেন জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিয়ো ও রাফায়েল লিয়ো। পাশাপাশি জয় পেয়েছে ইটালিও। মাল্টাকে ২-০ হারায় তারা।

Cristiano Ronaldo.

নায়ক: দলের প্রথম গোলের পরে সতীর্থের সঙ্গে রোনাল্ডো। রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ০৮:০৩
Share
Save

ইউরো যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত জয় পেল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের সাহায্যে অ্যাওয়ে ম্যাচে ৬-০ গোলে তারা হারাল লাক্সেমবার্গকে। রোনাল্ডো ছাড়া গোল করেছেন জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিয়ো ও রাফায়েল লিয়ো। পাশাপাশি জয় পেয়েছে ইটালিও। মাল্টাকে ২-০ হারায় তারা। গোল করেন মাতেও রেতেগি। এ ছাড়া একটি গোল আত্মঘাতী। ছুটছে ইংল্যান্ডের জয়রথও। অ্যাওয়ে ম্যাচে ইটালিকে হারানোর পরে রবিবার হ্যারি কেন-রা ২-০ গোলে হারালেন ইউক্রেনকে।

এ দিনও গোল পেলেন ইংল্যান্ড অধিনায়ক। ব্যবধান বাড়িয়ে যান আর্সেনাল তারকা বুকায়ো সাকা।ম্যাচের ৩৭ মিনিটে সাকার বাড়ানো বল ধরে গোল করে যান হ্যারি। তিন মিনিটের মধ্যে হেন্ডারসনের সাজিয়ে দেওয়া বল থেকে গোল করতে ভুল করেননি ইংল্যান্ডের তরুণ তারকা সাকা। ম্যাচের পরে উল্লসিত ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথগেট বলেন, ‘‘ইটালির বিরুদ্ধে যে আগ্রাসী মনোভাব নিয়ে দল খেলেছিল, সেই মেজাজই ধরে রেখেছিল হ্যারি কেনরা। এই দলের খেলা দেখে আমি সন্তুষ্ট। এই ছন্দ ধরে রাখতে হবে।’’

নতুন ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে বড় জয় পেল নতুন ঘরানার স্পেন। শনিবার তারা ৩-০ গোলে হারিয়েছে আর্লিং হালান্ডহীন নরওয়েকে। জয়ের নেপথ্যে রয়েছেন ৩২ বছর বয়সি হোসে লুইস মাতো (হোসেলু)। জাতীয় দলে অভিষেকের ম্যাচেই জোড়া গোল করলেন স্পেনীয় স্ট্রাইকার।স্মরণীয় অভিষেকের পরে হোসেলু বলেছেন, ‘‘এত দিনের পরিশ্রমের মূল্য পেলাম। মনে হচ্ছে, আমি যেন ১৮ বছরের কিশোর।’’

তবে কাতার বিশ্বকাপের ব্যর্থতার ছায়া থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি ব্রাজিল। মরুশহরে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। স্পেন, বেলজিয়াম, পর্তুগালের মতো দলকে হারিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন হাকিমি জিয়াচরা। এ বার মরক্কোর কাছে হার মানল ব্রাজিল। শনিবার রাতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ গোলে হারালেন আসরাফ হাকিমিরা।ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের শেষ আট থেকে ছিটকে যাওয়ার পরে শনিবার প্রথম খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু অন্তর্বর্তী কোচ রামন মেনেজেসের অভিষেক সুখের হল না। চোটের কারণে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র ও থিয়াগো সিলভা ছিলেন না। মরক্কোর বিরুদ্ধে প্রথম একাদশে তারুণ্যের উপরেই আস্থা রেখেছিলেন ব্রাজিল কোচ। পাঁচ নতুন প্রতিশ্রুতিমানকে রেখেছিলেন। কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা জানাতে ফুটবলারদের জার্সির পিছনেই ছিল ফুটবল সম্রাটের নাম লেখা।ইবন বতুতা স্টেডিয়ামে প্রায় হাজার দর্শকের সামনে শুরু থেকেই দাপট ছিল মরক্কোর। ২২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর ভুলে বল পেয়ে গিয়েছিলেন রনি। কিন্তু গোল করে ব্রাজিলের জার্সিতে অভিষেক স্মরণীয় করে রাখার সুযোগ তিনি হাতছাড়া করেন। ভিনিসিয়াস জুনিয়র গোল করলেও রেফারি ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে তা বাতিল করে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোফিয়ান বৌফল ২৯ মিনিটে মরক্কোকে ১-০ এগিয়ে দেন।৬৭ মিনিটে সমতা ফেরায় ব্রাজিল। বক্সের বাইরে থেকে নেওয়া কাসেমিরোর শট বুনু শরীর ছুঁড়ে বাঁচানোর চেষ্টা করলেও বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তাঁর শরীরের নিচ দিয়ে দিক পরিবর্তন করে বল জালে জড়িয়ে যায়। কিন্তু ৭৯ মিনিটে দুরন্ত ভলিতে গোল করে মরক্কোকে ২-১ এগিয়ে দেন আবদেলহামিদ সাবিরি।

হারের জন্য রেফারিকেই কাঠগড়ায় তোলেন কাসেমিরো। ক্ষুব্ধ ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘‘ব্রাজিল কখনও রেফারির বিরুদ্ধে অভিযোগ করে না। তা সত্ত্বেও বলছি, এই ম্যাচে সবচেয়ে বড় সমস্যা ছিল রেফারিং-ই।’’ রদ্রিগো বলেছেন, ‘‘আমি রেফারির বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি না। তবে এই ম্যাচে রেফারিং খুব ত্রুটিপূর্ণ ছিল। তবে হারের জন্য অজুহাত দিতে চাই না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

football Portugal Luxembourg Brazil

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}