ছবি: এএফপি
ঘোষিত হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের সূচি। ২১ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এ বারের বিশ্বকাপ ফুটবল। ফাইনাল ১৮ ডিসেম্বর।
আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রথম দিন রয়েছে সেনেগাল-নেদারল্যান্ডস, ইংল্যান্ড-ইরান ম্যাচও। ওই দিনই আমেরিকার সঙ্গে ম্যাচ রয়েছে ওয়েলস, স্কটল্যান্ড এবং ইউক্রেনের মধ্যে যে কোনও একটি দলের সঙ্গে।
দ্বিতীয় দিনই নামছে লিয়োনেল মেসির আর্জেন্টিনা। ২২ নভেম্বর তাদের সামনে সৌদি আরব। সে দিনই অভিযান শুরু করছে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। তারা খেলবে পেরু, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে।
Final match schedule 🏟️ for the FIFA ⚽️ #WorldCup Qatar 2022™ published ➡️ https://t.co/cLSmws7sYS. Tickets 🎟️ back on sale on 5 April via https://t.co/N8oxitnzbJ! pic.twitter.com/39KhdHrx9s
— FIFA Media (@fifamedia) April 1, 2022
ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। সে দিন তাদের সামনে সার্বিয়া। একই দিনে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পর্তুগাল খেলবে ঘানার সঙ্গে।
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি ৯ ও ১০ ডিসেম্বর। দু’টি সেমিফাইনাল ১৩ ও ১৪ ডিসেম্বর। ফাইনাল ১৮ ডিসেম্বর।
ফিফার ওয়েব সাইট থেকে যে সম্পূর্ণ সূচি এখানে দেওয়া হয়েছে, তা কাতারের স্থানীয় সময় অনুযায়ী। ভারতীয় সময় এর থেকে আড়াই ঘণ্টা এগিয়ে। অর্থাৎ কাতারের সময় অনুযায়ী ২১ নভেম্বর দুপুর ১টায় সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ। ভারতীয় সময় অনুয়ায়ী ওই ম্যাচ সেই দিন দুপুর সাড়ে তিনটেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy