FIFA World Cup 2022: Nine footballers who will be the centre of attraction in World Cup dgtl
FIFA World Cup 2022
নজরে ৯: মেসি, রোনাল্ডো থেকে নেমার, ফুটবল বিশ্বকাপ কাঁপাতে তৈরি আরও কারা
বেশ কয়েক জন তারকা ফুটবলারের কাছে এ বারই বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। অনেক ফুটবলার আবার তরুণ হলেও দলের প্রধান ভরসা। এ বারের প্রতিযোগিতায় নজর কাড়তে পারেন কারা?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ১৭:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
রবিবার থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। এই প্রথম বার মধ্যপ্রাচ্যের কোনও দেশে হবে খেলা। এ বারের প্রতিযোগিতায় কোন ফুটবলারদের দিকে নজর থাকবে, দেখে নেওয়া যাক।
০২১৬
লিয়োনেল মেসি: আর্জেন্টিনার অধিনায়ক। এ বারই শেষ বার বিশ্বকাপ খেলতে নামবেন মেসি। তিনিই আর্জেন্টিনা দলের সব থেকে বড় ভরসা।
০৩১৬
চারটি বিশ্বকাপ খেললেও এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেননি মেসি। এ বারই শেষ সুযোগ। ট্রফি জেতা ছাড়াও মারাদোনাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।
০৪১৬
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: পর্তুগালের অধিনায়ক। ১৯ বছর ধরে দেশের হয়ে খেলছেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কোনও ইঙ্গিতও তিনি দেননি। ২০২৪ সাল পর্যন্ত দেশের হয়ে খেলতে পারেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি।
০৫১৬
পাঁচ বার ফিফার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সব থেকে বেশি গোল করেছেন তিনি। ১৯১ ম্যাচে ১১৭টি গোল রয়েছে তাঁর। তাই রোনাল্ডোর দিকে তাকিয়ে পর্তুগাল।
০৬১৬
নেমার: ব্রাজিলের প্রধান ফুটবলার। ২০১১-য় অভিষেকের পর থেকে অনেক কিছুই বদলেছে তাঁর জীবনে। উত্থান-পতন দেখেছেন। দেশের হয়ে সাফল্যও রয়েছে। কিন্তু ৩০ বছর বয়সে এ বার তাঁর থেকে বিশ্বকাপ চাইছে ব্রাজিল।
০৭১৬
পরের বিশ্বকাপে খেলবেন কি না, জানেন না নেমার। খেললেও বয়স অনেক বাড়বে। তাই ট্রফি হাতে তোলার এটাই নেমারের কাছে শেষ সুযোগ। ক্লাবস্তরে প্রায় সব ট্রফিই জিতেছেন। বিশ্বকাপটা তোলা বাকি।
০৮১৬
থমাস মুলার: দলের স্ট্রাইকার। ফুটবল বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলে ১০টি গোল করেছেন তিনি। নিজের দেশেরই মিরোস্লাভ ক্লোজ়েকে (১৬টি গোল) ছাপিয়ে যাওয়ার সুযোগ তাঁর রয়েছে।
০৯১৬
গত বিশ্বকাপে তেমন খেলতে পারেননি মুলার। ব্যর্থ হয়েছিল জার্মানি। গত বিশ্বকাপের ব্যর্থতা ঘুচিয়ে নিজের নামের প্রতি সুনাম করতে চাইবেন মুলার।
১০১৬
করিম বেঞ্জেমা: দলের প্রধান স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের মূল স্তম্ভ তিনি। দীর্ঘ দিন ধরে চলা ঝামেলার জেরে কোচ দিদিয়ের দেশঁ অনেক দিন তাঁকে দলে নেননি। কিন্তু ক্লাবের হয়ে দুরন্ত ছন্দ দেখে দূরে রাখতে পারেননি।
১১১৬
জাতীয় দলে এসেও একই রকম ছন্দে রয়েছেন বেঞ্জেমা। গত বছরের ইউরো থেকে ১৬ ম্যাচে ১০ গোল করেছেন। সতীর্থদের দাবি, বেঞ্জেমাই বিশ্বের সেরা ‘নম্বর ৯’। এ বার বিশ্বকাপেও সেটা দেখাতে চাইছেন বেঞ্জেমা।
১২১৬
হ্যারি কেন: দলের অধিনায়ক। গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে ইংল্যান্ড। যোগ্যতা অর্জন পর্বের আট ম্যাচে ১২টি গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক। প্রতি ৪৯ মিনিটে একটি গোল করেছেন ২৯ বছরের স্ট্রাইকার।
১৩১৬
গত বিশ্বকাপে ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার সোনার বুট জিতেছিলেন কেন। কিন্তু দেশ বিশ্বকাপ জিততে পারেনি। এ বার ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে মাঠে নামবেন তিনি।
১৪১৬
গাভি: মাত্র ১৮ বছর বয়স হলেও স্পেনের কোচ লুই এনরিকের প্রধান ভরসার জায়গা তিনি। মাঝমাঠে খেলেন। একই সঙ্গে আক্রমণ ও রক্ষণে সমান দক্ষ। গাভির সব থেকে বড় সুবিধা, আন্তর্জাতিক ফুটবলে তিনি আনকোরা। তাই প্রতিপক্ষ তাঁকে নিয়ে বেশি পরিকল্পনা করতে পারবে না। সেই সুবিধা কাজে লাগাতে চাইছেন এনরিকে।
১৫১৬
বেলজিয়াম: বেলজিয়ামের মাঝমাঠে থাকবেন কেভিন দ্য ব্রুইন। ম্যাঞ্চেস্টার সিটির এই তারকা ফুটবলারের দিকে নজর রাখতেই হবে। একার ক্ষমতায় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তিনি।
১৬১৬
নেদারল্যান্ডস: এ বারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রধান ভরসা ফ্রেঙ্কি দি জং। মাঝমাঠে তিনিই তৈরি করেন দলের খেলা। ২৫ বছরের ফুটবলারের সব থেকে বড় গুণ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা। তাই তাঁর উপর অনেকটাই নির্ভর করেন কোচও।