মেসি, রোনাল্ডোর দেশের বিশ্বকাপের দল ঘোষিত। ফাইল ছবি
নির্ধারিত সময়ের তিন দিন আগেই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করে দিল আর্জেন্টিনা। কোচ লিয়োনেল স্কালোনির বেছে নেওয়া দলে সে ভাবে কোনও চমক নেই। কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা জেতাতে যে সব ফুটবলার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, তাঁরা প্রত্যেকেই দলে সুযোগ পেয়েছেন। চোট থাকলেও পাওলো ডিবালাকে দলে নেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন অ্যাঙ্খেল দি মারিয়াও।
তবে স্পেন দলে জায়গা পেলেন না ২০১০-এর বিশ্বজয়ী সের্খিয়ো র্যামোস। তিনি জায়গা পাবেন না এটা এক প্রকার নিশ্চিতই ছিল। প্যারিসে যাওয়ার পর সে ভাবে সুযোগই পাচ্ছেন না। ফিটনেসও তলানির দিকে। কোচ লুই এনরিকে জোর দিয়েছেন তারুণ্যের উপর। নেদারল্যান্ডসের দলে চোটের কারণে নেই জর্জিনিয়ো ওয়াইনালডাম।
আর্জেন্টিনা দলে তিন গোলকিপার হলেন এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আর্মানি। ডিফেন্ডাররা হলেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ। মিডফিল্ডাররা হলেন রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেস, আলেসান্দ্রো গোমেজ, এনজ়ো ফের্নান্দেস, এজ়েকিয়েল পালাসিয়োস। ফরোয়ার্ডে থাকছেন দি মারিয়া, লাউতারো মার্তিনেস, জুলিয়ান আলভারেস, নিকোলাস গঞ্জালেস, জোয়াকুইন কোরিয়া, পাওলো ডিবালা এবং লিয়োনেল মেসি।
স্পেনের দলে ২০ বছরের আনসু ফাতিকে নেওয়া হয়েছে। ২০২০-র অক্টোবরের পর থেকে স্পেনের হয়ে আর খেলেননি তিনি। স্পেনের হয়ে কনিষ্ঠতম গোলদাতা হওয়ার নজির গড়লেও চোটে আঘাতে বিধ্বস্ত হয় তাঁর ফুটবলজীবন। তিনি ছাড়াও ১৯ বছরের পেদ্রি এবং ১৮ বছরের গাভিকে দলে রেখেছেন এনরিকে। র্যামোস ছাড়াও বাদ দেওয়া হয়েছে গোলকিপার ডেভিড দি গিয়াকে।
দলের তিন গোলকিপার হলেন উনাই সিমন, রবার্ত স্যাঞ্চেস, ডেভিড রায়া। ডিফেন্ডাররা হলেন, সেজার আথপিলিকুয়েতা, দানি কার্বাখাল, এরিক গার্সিয়া, হুগো গুইয়ামন, পাউ তোরেস, আয়মেরিক লাপোর্তে, জর্ডি আলবা, হোসে গায়া। মিডফিল্ডাররা হলেন সের্খিয়ো বুস্কেৎস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে, পেদ্রি, কোকে। ফরোয়ার্ড বিভাগে রয়েছেন ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো আসেনসিয়ো, পাবলো সারাবিয়া, দানি অলমো, আনসু ফাতি। কোস্টা রিকার বিরুদ্ধে ২৩ নভেম্বর স্পেনের প্রথম ম্যাচ।
#Qatar2022 El sueño ya comenzó 💪
— Selección Argentina (@Argentina) November 11, 2022
Ésta es la lista de futbolistas que defenderán la camiseta de la Selección Argentina #TodosJuntos pic.twitter.com/jwJ3hbzvf0
𝗧𝗵𝗲 𝗖𝗛𝗢𝗦𝗘𝗡 𝗢𝗡𝗘𝗦. ⚡ Senhoras e senhores, estes são os nossos eleitos que vão marcar presença no @FIFAWorldCup ! 🏆 #VesteABandeira
— Portugal (@selecaoportugal) November 10, 2022
It's 𝗢𝗙𝗙𝗜𝗖𝗜𝗔𝗟: this is our squad for the @FIFAWorldCup ! 🏆 #WearTheFlag pic.twitter.com/2LwDfWrVVG
তিন বার বিশ্বকাপের ফাইনালে উঠলেও এক বারও জিততে পারেনি ডাচরা। এ বার অন্যতম ফেভারিট হিসাবেই খেলতে নামবে তারা। দলের গোলকিপাররা হলেন জাস্টিন বিলো, রেমকে পাসভির, আন্দ্রিয়েস নোপার্ট। ডিফেন্ডাররা হলেন ভার্জিল ফান ডাইক, নাথান একে, দালে ব্লিন্দ, জুরিয়েল টিম্বার, ডেঞ্জেল ডামফ্রিস, স্তেফান দি ভ্রাই, মাথিয়াস দি লিট, টাইরেল মালাসিয়া, জেরেমি ফ্রিমপং। মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন ফ্রেঙ্কি দি জং, স্টিভন বার্গউইস, ডেভি ক্লাসেন, টিউন কুপমিনার্স, কোপি গাকপো, মার্তিন দে রুন, কেনেথ টেলর, জ়াভি সিমন্স। ফরোয়ার্ড লাইনে রয়েছেন মেম্ফিস দেপাই, স্টিভন বার্গউইন, ভিনসেন্ট জানসেন, লুক দে জং, নোয়া লাং, উট উইঘর্স্ট।
দল ঘোষণা করেছে পর্তুগালও। স্বাভাবিক ভাবেই নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অভিজ্ঞ ডিফেন্ডার পেপে-কেও নেওয়া হয়েছে। নতুনদের মধ্যে মাথিয়াস নুনেস এবং হোয়ে পালহিনহা সুযোগ পেয়েছেন। দলের তিন গোলকিপার হলেন দিয়োগো কোস্তা, রুই পাত্রিসিয়ো এবং হোসে সা। ডিফেন্ডাররা হলেন দিয়োগো দালত, দানিলো পেরেরা, হোয়াও কানসেলো, আন্তোনিয়ো সিলভা, পেপে, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেরো। মিডফিল্ডাররা হলেন উইলিয়াম কার্ভালহো, রুবেন নেভেস, ওটাভি মন্তেইরো, বার্নার্ডো সিলভা, মাথেউস নুনেস, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মারিয়ো, হোয়াও পালহিনহা, ভিটিনহা। ফরোয়ার্ডে রোনাল্ডো ছাড়াও রয়েছেন আন্দ্রে সিলভা, রিকার্ডো হোর্তা, হোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, গনসালো র্যামোস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy