FIFA World Cup 2022: Full schedule of the World Cup dgtl
FIFA World Cup 2022
FIFA World Cup 2022: বিশ্বকাপে কবে নামবেন মেসি-রোনাল্ডো-নেমার, কার ম্যাচ কবে, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
শুক্রবার রাতেই ঘোষণা হয়ে গিয়েছে কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাজন এবং সূচি। ড্র দেখে কারও মুখে হাসি, কেউ বা একটু চিন্তায়।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ০৯:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
শুক্রবার রাতেই ঘোষণা হয়ে গিয়েছে কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিভাজন এবং সূচি। ড্র দেখে কারও মুখে হাসি, কেউ বা একটু চিন্তায়। গ্রুপ বিভাজন এবং বিশ্বকাপের সম্পূর্ণ সূচি তুলে ধরল আনন্দবাজার অনলাইন।
০২১৪
এই গ্রুপে রয়েছে আয়োজক দেশ কাতার। তাদের সঙ্গে রয়েছে ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডস।
০৩১৪
এই গ্রুপে রয়েছে গত বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড। তারা খেলবে ইরান, আমেরিকা এবং ইউরোপের একটি যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে।
০৪১৪
দু’বারের বিশ্বজয়ী এবং লিয়োনেল মেসির আর্জেন্টিনা রয়েছে এই গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।
০৫১৪
গত বারের বিজয়ী ফ্রান্স রয়েছে এই গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে ডেনমার্ক, টিউনিশিয়া এবং আন্তঃমহাদেশ থেকে যোগ্যতা অর্জনকারী দল।
০৬১৪
এই গ্রুপকেই বলা হচ্ছে ‘মারণ গ্রুপ’। ২০১০-এর বিশ্বকাপজয়ী স্পেনের সঙ্গে এই গ্রুপে রয়েছে চার বারের বিশ্বজয়ী জার্মানি, জাপান এবং আন্তঃমহাদেশ থেকে যোগ্যতা অর্জনকারী দল।
০৭১৪
এই গ্রুপে গত বারের রানার্স-আপ ক্রোয়েশিয়া রয়েছে। তাদের সঙ্গে রয়েছে বেলজিয়াম, কানাডা এবং মরক্কো।
০৮১৪
পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিল রয়েছে এই গ্রুপে। তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইৎজারল্যান্ড এবং ক্যামেরুন।
০৯১৪
এই গ্রুপে রয়েছে দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ে। তারা খেলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, ঘানা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
১০১৪
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল। চার দিন ধরে চলবে।
১১১৪
কোয়ার্টার ফাইনাল হবে ৯ এবং ১০ ডিসেম্বর। দিনে দু’টি করে ম্যাচ। একটি রাত ৮.৩০ এবং অপরটি রাত ১২.৩০।
১২১৪
সেমিফাইনালের খেলা হবে ১৩ এবং ১৪ ডিসেম্বর।
১৩১৪
এ বারের বিশ্বকাপে রয়েছে তৃতীয় স্থানের খেলাও। সেটি হবে ফাইনালের আগের দিন।
১৪১৪
দোহার লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে বিশ্বকাপের যবনিকা পতন হবে।