সলমনের জন্য থাকছে ইস্টবেঙ্গলের বিশেষ উপহার। ছবি: টুইটার।
অপেক্ষা আর কয়েক ঘণ্টা। শনিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল তাঁবু মাতাবেন বলিউডের ভাইজান সলমন খান। ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ। সলমনকে বিশেষ সংবর্ধনা জানাবেন কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবটির কর্তারা।
সলমনকে চিরাচরিত লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা দেওয়া হবে স্মারক হিসাবে। সলমনের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হবে। দেওয়া হবে ক্লাবের আজীবন সদস্য পদ।
সলমন বেশ কিছু ফুটবলে সই করবেন শনিবারের অনুষ্ঠানে এসে। সেই ফুটবলগুলি নিয়ে ক্লাবের রয়েছে বিশেষ পরিকল্পনা। শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা। থাকছেন সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, প্রভু দেবা, আয়ুষ শর্মা। গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া। সম্প্রতি একাধিক বার সলমনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাই ইস্টবেঙ্গল মাঠে কলকাতা পুলিশ নিরাপত্তা আঁটসাঁট করায় জোর দিয়েছে।
১৩ বছর পর কলকাতায় আসছেন সলমন। শেষ বার এসেছিলেন ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পারদ চড়ছে তিলোত্তমায়। টিকিট বিকোচ্ছে হু হু করে। দাম প্রায় আকাশছোঁয়া। ‘ভাইজান’-এর অনুষ্ঠানে সর্বোচ্চ টিকিটের মূল্য ৩ লাখ টাকা। সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান। দর্শকাসনগুলিকে সলমন অভিনীত বিভিন্ন ছবির নামে ভাগ করা হয়েছে। যেমন ভাইজান জ়োন, টাইগার জ়োন, ওয়ান্টেড জ়োন, কিক জ়োন, সুলতান জ়োন, দাবাং জ়োন, রেডি জ়োন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy