নাকে চোট নিয়েই খেললেন রোনাল্ডো। ছবি রয়টার্স
ম্যাচের মাঝেই গোলকিপারের সঙ্গে সঙ্ঘর্ষে নাক ফেটে রক্ত ঝরল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেই নিয়েই খেলে গেলেন তিনি। পর্তুগালের অধিনায়ক নিজে গোল না পেলেও তাঁর দল ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল চেক প্রজাতন্ত্রকে। এ দিকে, ঘরের মাঠে সুইৎজারল্যান্ডের কাছে হেরে গেল স্পেন।
শনিবার রাতে পর্তুগালের খেলার শুরুতেই এই ঘটনা ঘটে। বক্সের মধ্যে ভেসে আসা একটি বলে হেড দিতে লাফিয়ে উঠেছিলেন রোনাল্ডো। খেয়াল করেননি যে উল্টো দিক থেকে চেক প্রজাতন্ত্রের গোলকিপার টমাস ভাচলিকও বল ক্লিয়ার করতে লাফিয়ে উঠেছেন। ভাচলিকের হাত গিয়ে লাগে রোনাল্ডোর মুখে। পর্তুগিজ অধিনায়কের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। মাঠেই শুশ্রূষা হয়। তবে খেলা ছেড়ে উঠে যাননি তিনি।
The hit from Vaclik to Cristiano Ronaldo pic.twitter.com/nsXtxs2qvX
— Mohammed (@ZAJD01) September 24, 2022
Cristiano Ronaldo gives a beautiful assist despite having an injury 🐐❤️ pic.twitter.com/0Zw0mm3LMi
— CR Ashok (@CRAshok07) September 24, 2022
পুরো ম্যাচ তো খেললেনই, পাশাপাশি গোলের অ্যাসিস্ট করলেন দিয়োগো জোতাকে। পর্তুগালের জয়ে জোড়া গোল করেন দিয়োগো দালত। একটি করে গোল ব্রুনো ফের্নান্দেস এবং জোতার। নিজেদের বক্সে রোনাল্ডোর হাতে একটি বল লাগায় চেক প্রজাতন্ত্র পেনাল্টি পায়। তবে সুযোগ নষ্ট করেন প্যাট্রিক স্কিক।
স্পেন হেরে যাওয়ায় নেশনস লিগের এ২ গ্রুপে শীর্ষে চলে গেল পর্তুগাল। শনিবার রাতে সুইৎজারল্যান্ডের হয়ে গোল করেন ম্যানুয়েল আকাঞ্জি এবং ব্রিল এমবোলো। আগামী মঙ্গলবার পর্তুগালের বিরুদ্ধে খেলবে স্পেন। পর্তুগাল এক পয়েন্ট পেলেই সেমিফাইনালে উঠে যাবে। স্পেনকে জিততেই হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy