Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Cristiano Ronaldo

পেনাল্টি ফস্কালেন রোনাল্ডো, বল লেগে ভাঙল সমর্থকের ফোন, কিংস কাপ থেকে বিদায় আল নাসেরের

আল নাসেরের হয়ে এর আগে ১৮টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পারলেন না। কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসেরও। রোনাল্ডোর শট লেগে মোবাইল ফোন ভেঙেছে এক সমর্থকের।

football

হতাশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১২:১৫
Share: Save:

আল নাসেরের হয়ে এর আগে ১৮টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পারলেন না। ফলে কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসেরও। আল তাউনের কাছে হারল ০-১ গোলে। রোনাল্ডোর পেনাল্টিতে মারা শট লেগে এক সমর্থকের মোবাইল ফোন ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

সৌদির ক্লাবের হয়ে এখনও কোনও বড় ট্রফি জিততে পারেননি রোনাল্ডো। কিংস কাপের শেষ ষোলোয় আল তাউনের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল নাসের। ২০ মিনিটে ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় আল তাউন। সংযুক্তি সময়ে তিনিই বক্সে ফাউল করে পেনাল্টি দেন বিপক্ষকে।

রোনাল্ডোই সেই পেনাল্টি মারতে গিয়েছিলেন। তবে ক্রসবারের বেশ কিছুটা উপর দিয়ে সেই শট উড়ে যায়। গোলের পিছনে রোনাল্ডোর পেনাল্টির মুহূর্ত মোবাইলে ভিডিয়ো করতে ব্যস্ত ছিলেন এক সমর্থক। পর্তুগিজ তারকার জোরালো শট তাঁর হাতে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে মোবাইল উড়ে গিয়ে মাটিতে পড়ে ভেঙে যায়।

নতুন কোচ স্টেফানো পিয়োলি এই প্রথম হারলেন। তবে এখনও ট্রফি জেতার সুযোগ রয়েছে আল নাসেরের। ঘরোয়া লিগে তারা শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়েছে আল নাসের। পিয়োলি বলেছেন, “আমরা ভাল খেলেও জিততে পারলাম না।”

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Al Nassr Kings Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE