এটিকে মোহনবাগানকে টুইটারে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র এবং পিটিআই।
আইএসএল ফাইনালের শেষ বাঁশি বেজেছে ঠিক ১০টা ১৬ মিনিটে। বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। ঠিক তার ১১ মিনিটের মাথায় জয়ী দলকে টুইটারে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আইএসএল ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য এটিকে মোহনবাগান অভিনন্দন।” দলের কোচ, ফুটবলারদের উদ্দেশ্য করে মমতা আরও লিখেছেন, “ফুটবলের প্রতি ভালবাসা, কঠোর পরিশ্রমের ফলে আপনারা আরও উজ্জ্বল হয়ে উঠবেন। ভবিষ্যতের জন্য শুভকামনা।”
CHAMPIONS! 🏆
— Mamata Banerjee (@MamataOfficial) March 18, 2023
Heartiest congratulations to @atkmohunbaganfc for such a thunderous performance at the @IndSuperLeague finals!
With all your hard work, dedication and love for football, you will only shine brighter. Good luck for all future matches.#MohunBagan #HeroISLFinal
গত বুধবার শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে। খোঁজ নিয়েছিলেন, দিমিত্রি, বুমোসরা কবে গোয়া যাচ্ছেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও তিনি গোয়া যেতে বলেন। তাঁকে বলেছিলেন, চ্যাম্পিয়নের ট্রফি জিতে ফিরতে। শনিবার গোয়ায় আইএসল ফাইনালে এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়াঙ্কার পাশেই ছিলেন অরূপ বিশ্বাস।
ভারতসেরা হল এটিকে মোহনবাগান। প্রথম বারের মতো আইএসএল ট্রফি জিতল তারা। শনিবার ফাইনালে আগাগোড়া দাপট ছিল মোহনবাগানেরই। মাঝে কিছুটা সময় বেঙ্গালুরুর প্রাধান্য দেখা গেলেও, এক বারের জন্যেও এটা মনে হয়নি তারা ট্রফি নিয়ে যেতে পারে। বরং, জুয়ান ফেরান্দোর ছেলেদের দেখে মনে হচ্ছিল, বাড়তি তাগিদ কাজ করছে তাদের মধ্যে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতল তারা। দু’বছর আগে ফাইনালে উঠে মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছিল। এ বার আর ভুল করেনি তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy