চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে উঠল বার্সেলোনা এবং প্যারিস সঁ জরমঁ। মজার কথা হল দু’দলই উঠল শেষ আটের দ্বিতীয় পর্বের ম্যাচ হেরে। মঙ্গলবার বার্সেলোনা ১-৩ ফলে হারে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। পাশাপাশি পিএসজি ২-৩ গোলে হারে অ্যাস্টন ভিলার কাছে। কিন্তু প্রথম পর্বে বার্সা ৪-০ ও পিএসজি ৩-১ এগিয়ে থাকার সুবাদে এই হারের পরেও তাঁদের সেমিফাইনালে ওঠা আটকাল না।
বুধবার প্রত্যাবর্তনের রূপকথা লিখে রিয়াল মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার পরীক্ষা। বিদায়ের আতঙ্ক বায়ার্ন মিউনিখ শিবিরেও।
শেষ আটে প্রথম পর্বের দ্বৈরথে আর্সেনাল ৩-০ চূর্ণ করে রিয়ালকে। ডেকলান রাইস কার্যত একাই শেষ করে দিয়েছিলেন স্পেনের ক্লাবের জয়ের স্বপ্ন। একটি গোল করেছিলেন মিকেল মেরিনো। শেষ চারে উঠতে হলে বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে অন্তত ৪-০ জিততেই হবে।
২০২১-’২২ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে ৩-৪ হেরেছিলেন ভিনিসিয়াস জুনিয়রেরা। ঘরের মাঠে দ্বিতীয় পর্বের সাক্ষাতে ৩-১ জিতে রিয়াল শুধু ফাইনালেই ওঠেনি, লিভারপুলকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল। আশাবাদী রিয়াল ম্যানেজার কার্লো আনচেলত্তি বলেছেন, ‘‘পরিস্থিতি বদলে দেওয়ার যোগ্যতা এবং ক্ষমতা আমাদের রয়েছে।’’ ইন্টার মিলানের বিরুদ্ধে প্রথম পর্বে ঘরের মাঠে ১-২ হেরেছিল বায়ার্ন। সরাসরি শেষ চারে উঠতে হলে বুধবার অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে হ্যারি কেনদের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল (রাত, ১২.৩০)। ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ (১২.৩০)। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)