প্রস্তুতি: জাপানের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে নেমার। ছবি রয়টার্স।
ব্রাজিলের জাতীয় দল নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের উপরে নির্ভরশীল নয়। জাপানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে মুখোমুখি হওয়ার চব্বিশ ঘণ্টা আগে জানিয়ে দিলেন কোচ তিতে। রবিবার টোকিয়োতে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘ব্রাজিল এখন আর কোনও একজন ফুটবলারের উপরে নির্ভরশীল নয়। নতুন প্রজন্ম উঠে এসেছে। সবচেয়ে ইতিবাচক হল, দলে একাধিক দুর্দান্ত ফুটবলার রয়েছে। তাই আমরা কোনও এক জন আক্রমাণাত্মক ফুটবলারের উপরে নির্ভরশীল নই।’’
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ৫-১ গোলে জিতেছে ব্রাজিল। জোড়া গোল করেন নেমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল করেছেন পেলে। কিংবদন্তি পূর্বসুরির চেয়ে মাত্র চারটি গোল পিছনে রয়েছেন প্যারিস সাঁ জারমাঁ তারকা। কাতার বিশ্বকাপে নেমারকে ঘিরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু তিতে তা মনে করেন না। তিনি বলেছেন, ‘‘দীর্ঘ দিন ধরে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে রয়েছি। আমাদের একঝাঁক তরুণ ফুটবলার উঠে এসেছে।ওদের নিয়ে আমি দারুণ ভাবেই আশাবাদী।’’
ব্রাজিল গত বছর এই টোকিয়োতেই ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিক্স ফুটবলে সোনা জিতেছিল। ব্রাজিলের জাতীয় দলে তিতের সহকারী সিজার সাম্পাইও উচ্ছ্বসিত তরুণ ফুটবলারদের নিয়ে। তিনি বলেছেন, ‘‘আমাদের দলে বেশ কয়েক জন অভিজ্ঞ ফুটবলার যেমন রয়েছে, তেমনই একঝাঁক তরুণ আছে। যারা অনেক দ্রুতগতিসম্পন্ন। ওদের খেলায় সৃজনশীলতাও রয়েছে।বিশেষ করে আক্রমণভাগে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy