Advertisement
২৭ নভেম্বর ২০২৪
Floyd Mayweather

মেওয়েদার-লায়লা আলি হল অব ফেমে

ফ্লয়েড মেওয়েদার পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ১১ বার।

মেওয়েদার ও লায়লা। -ফাইল চিত্র।

মেওয়েদার ও লায়লা। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৫:০৪
Share: Save:

আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে জায়গা পেলেন ফ্লয়েড মেওয়েদার, ভ্লাদিমির ক্লিটসকো এবং কিংবদন্তি মহম্মদ আলির মেয়ে লায়লা আলি।

ফ্লয়েড মেওয়েদার পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ১১ বার। ২০১৭ সালে দস্তানা তুলে রাখেন তিনি। সেই সময়ে তিনি অপরাজিত ছিলেন। ম্যানি প্যাকিয়াও এবং গ্রেগর ম্যাকগ্রিগরের সঙ্গে মেওয়েদারের লড়াই নিয়ে প্রচুর কালি খরচ হয়েছিল। সুপার ফেদারওয়েট, লাইটওয়েট, সুপার লাইট ওয়েট, ওয়েলটার ওয়েট এবং লাইট মিডলওয়েট বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব তাঁর দখলে। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মেওয়েদার।

মহম্মদ আলির মেয়ে লায়লা অবসর নেন ২০০৭ সালে। সেই সময়ে তিনি অপ্রতিরোধ্য চিলেন। ২৪টি লড়াইয়ের মধ্যে সবকটিই জিতেছিলেন তিনি। তার মধ্যে ২১টি লড়াইয়ে নক আউট করেছিলেন প্রতিপক্ষকে।

আরও পড়ুন: মাঠে তীব্র লড়াই হবে, তবে ব্যক্তিগত আক্রমণ নয়, বললেন কোহালি

বক্সিং রাইটার্স অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক বক্সিং ইতিহাসবিদদের প্যানেল দ্বারা মনোনীত হয়েছেন তাঁরা। আগামী বছরের ১৩ জুলাই মেওয়েদার-লায়লাদের সম্মানিত করা হবে। তাঁরা ছাড়াও হল অব ফেমে জায়গা পেয়েছেন প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়ন আন্দ্রে ওয়ার্ড, অ্যান উলফ, মারিয়ান ত্রিমিয়ার-সহ আরও অনেকে।

গতবছর হল অব ফেমের জন্য যাঁদের বেছে নেওয়া হয়েছিল, তাঁদেরও একই দিনে সম্মানিত করা হবে। করোনাভাইরাস অতিমারির জন্য গত বছরের হল অব ফেম অনুষ্ঠান হয়নি। আগামী বছর তা হবে।

অন্য বিষয়গুলি:

Boxing Hall of Fame Floyd Mayweather Laila Ali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy