দ্বিতীয় টেস্টে ভারতের থেকে লড়াই আশা করছেন বেলিস। ছবি টুইটারের সৌজন্যে।
ভারতীয় দলের বাকি ব্যাটসম্যানদের দ্রুত ফেরানোর দিকে নজর দিচ্ছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। কারণ, তা হলেই চাপে ফেলা যাবে বিরাট কোহালিকে।
বেলিস বলেছেন, “বিরাট কোহালি যদি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান নাও হন, তার খুব কাছাকাছিই রয়েছেন। এজবাস্টন টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাট করেছে। তাই আমরা যদি ভারতীয় দলের অন্য ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারি, তবেই চাপে পড়বে বিরাট। আমাদের দলেও ব্যাপারটা অনেকটা তাই। জো রুট ও জনি বেয়ারস্টো চাপে কারণ বাকিরা সবাই দলে নিজেদের জায়গা এখনও প্রতিষ্ঠিত করতে পারেনি।”
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে ইংল্যান্ড জিতলেও প্রশংসিত হচ্ছে কোহালির ইনিংস। দুই ইনিংসেই ভারতীয় ব্যাটসম্যানরা চরম ব্যর্থ হলেও একা ভারত অধিনায়ক টেনে নিয়ে গিয়েছেন দলকে। প্রথম ইনিংসে করেছেন ১৪৯। দ্বিতীয় ইনিংসে করেছেন ৫১। বেলিস বলেছেন, “প্রথম টেস্টে চার ইনিংসেই সব ব্যাটসম্যান সমস্যায় পড়েছে। এমনকি, কোহালিও পড়েছে। শুরুর দিকে স্বচ্ছন্দ দেখাচ্ছিল না ওকেও। ব্যাট করা খুব একটা সহজ ছিল না। বাইরে থেকে যা দেখাচ্ছিল, তার চেয়েও ব্যাটিং মুশকিল ছিল।”
পরের টেস্টে ভারতের থেকে প্রত্যাঘাতের আশা করছেন বেলিস। ইংল্যান্ডের কোচ বলেছেন, “ভারত খুব ভাল দল। বল মুভ করলে অবশ্য ওদের কয়েকজন যে সমস্যায় পড়ে, তা অবশ্য দেখানো গিয়েছে। আমি নিশ্চিত, ওরা এটা নিয়ে খাটাখাটনি করবে। একই ভাবে আমরা অফস্পিন খেলার ব্যাপারে সময় দেব নেটে।”
আরও পড়ুন: ইংল্যান্ডে পথ চলা শুরু সচিনের অ্যাকাডেমির
আরও পড়ুন: গরমের হাত থেকে রক্ষা পেতে দু’ঘণ্টা এগিয়ে যাবে সময়!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy