ইস্টবেঙ্গল ২ (র্যান্টি, ডিকা)
লাজং ২ (ফাবিও, উইলিয়ামস)
প্রথম লেগের ফল: লাজং এফসি ২-১ ইস্টবেঙ্গল
বেঙ্গালুরুর পর ইস্টবেঙ্গল। আইজল এফসির কাছে ফেডারেশন কাপে পর পর দুটো ম্যাচ হেরে বিদায় নিয়েছে আই লিগ চ্যাম্পিয়নরা। আর এ বার লাজং এফসির কাছে প্রথম লেগে হার ও দ্বিতীয় লেগে ড্রয়ের পর ছিটকে গেল ইস্টবেঙ্গলও। প্রথম লেগে শিলংয়ে ২-১ গোলে হেরে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর কথা ছিল মেহতাব, দীপকদের। কিন্তু হল না। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে পর পর ৩ ম্যাচ হেরে শুরু হল ইস্টবেঙ্গলে মর্গ্যানের দ্বিতীয় ইনিংস।
বুধবার বারাসত স্টেডিয়ামে ১৭ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে লাজংকে এগিয়ে দিয়েছিলেন ফাবিও পেনা। বক্সের মধ্যে বিপিনের ক্রস দীপক মণ্ডলের হাতে লাগলে পেনাল্টি পায় লাজং। ২৩ মিনিটেই অবশ্য ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান র্যান্টি মার্টিন্স। এবারও পেনাল্টি। তাঁর শট পোস্টে লেগে চলে যায় গোলে। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান লালরিন ডিকা রালতে। ৯০ মিনিটের ম্যাচ শেষ হয় ২-১ গোলে। ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। এমন অবস্থায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর তখনই বাজিমাত লাজংয়ের। পেন ওরজির ক্রস বুক দিয়ে নামিয়ে সোজা ইস্টবেঙ্গল গোলে পাঠিয়ে বিদায় করে দিলেন উইলিয়ামস বোমফিন। ৪-৩ গোলে জিতে ফেডারেশন কাপ সেমিফাইনালে লাজং এফসি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy