প্রস্তুতি: ডার্বি জিততে মরিয়া আমনা। ফাইল চিত্র
মহম্মদ আল আমনা বনাম আক্রম মোঘরাবি!
সিরিয়া বনাম লেবানন চিরাচরিত রাজনৈতিক বৈরিতা।
পশ্চিম এশিয়ার দুই ফুটবলারের দ্বৈরথকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তাপ ছড়িয়ে পড়ল কলকাতা ময়দানেও।
চব্বিশ ঘণ্টা আগে সবুজ-মেরুন জার্সিতে প্রথম দিন মাঠে নেমেই আক্রম জানিয়ে দিয়েছিলেন, রবিবাসরীয় ডার্বির প্রতিপক্ষকে নিয়ে তিনি চিন্তিত নন। কারণ, চার্চিলে খেলার সময় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলও করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে পাল্টা হুঙ্কার আমনার গলার। হাল্কা চোট থাকায় দলের সঙ্গে প্র্যাক্টিস করেননি লাল-হলুদ তারকা। জিমে ফিটনেস ট্রেনিংয়ের পরে আমনা বলে দিলেন, ‘‘আমি আক্রমকে চিনি না! আমরা কিন্তু ম্যাচটা খেলব মোহনবাগানের বিরুদ্ধে। ওদের ফুটবলারদের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে।’’ এর পরেই চমকে দিয়ে ইস্টবেঙ্গল মাঝমাঠের প্রধান অস্ত্র বলে দিলেন, ‘‘সম্মান দেখাব মাঠের বাইরে। মাঠের ভিতরে কিন্তু লড়াই হবে।’’
আই লিগের প্রথম ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে হারের যন্ত্রণা এখনও ভুলতে পারেননি লাল-হলুদ তারকা। আমনার কথায়, ‘‘এই ম্যাচটা আমার কাছে স্পেশ্যাল। আগের ডার্বিতে আমরা হেরে গিয়েছিলাম মোহনবাগানের বিরুদ্ধে। আই লিগে শেষ দু’টো ম্যাচ আমরা জিততে পারিনি। এই ডার্বিটা আমাদের কাছে মরণ-বাঁচন লড়াই।’’
ডুডুকে স্বাগত জানাচ্ছেন কোচ খালিদ জামিল। নিজস্ব চিত্র
একা আমনা নন, পুরো ইস্টবেঙ্গল দলটাই তেতে রয়েছে ডার্বি জয়ের জন্য। সদ্য যোগ দেওয়া স্ট্রাইকার ডুডু ওমাগবেমি এ দিনই প্রথম দলের সঙ্গে মাঠে নামলেন। আর এক স্ট্রাইকার উইলিস প্লাজা-র সঙ্গে বোঝাপড়া গড়ে তোলার জন্য তাঁকে বাড়তি পরিশ্রম করতে দেখা গেল। ডুডুকে নিয়ে উচ্ছ্বসিত আমনাও। বললেন, ‘‘ডুডু দারুণ ফুটবলার। ও যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে। আশা করছি, ডার্বিতে ডুডু গোল করবে।’’ ইস্টবেঙ্গল তারকা অবশ্য মানতে রাজি নন, সনি নর্দে, ইউতা কিনওয়াকি-র চোটের কারণে ডার্বিতে কিছুটা পিছিয়ে থাকবে মোহনবাগান। আমনার কথায়, ‘‘সনি দারুণ ফুটবলার। মোহনবাগানের প্রধনা ভরসা। কিন্তু ডার্বি সম্পূর্ণ আলাদা। এই ম্যাচে কেউ এগিয়ে বা পিছিয়ে থাকে না।’’
ডার্বির প্রস্তুতির মধ্যেও লাল-হলুদ শিবিরে অবশ্য ফুটবলারদের চোট নিয়ে উদ্বেগ বাড়ছে। এদুয়ার্দো ফেরিরা থেকে কাতসুমি ইউসা— প্রথম একাদশের অনেকেরই ছোটখাটো চোট-সমস্যা রয়েছে। এ দিন এদুয়ার্দো মাঠে নেমে কয়েক পাক শুধু দৌড়লেন। আমনার মতো কাতসুমি এবং অধিনায়ক অর্ণব মণ্ডলও শুধু জিম করলেন। যদিও আমনা উদ্বিগ্ন অন্য কারণে। ইস্টবেঙ্গল মিডফিল্ডার বললেন, ‘‘অ্যাওয়ে ম্যাচে মনঃসংযোগ নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা জয় হাতছাড়া করেছি। এ ছাড়া গোলও নষ্ট করেছি। লম্বা লিগে এই ধরনের ভুলভ্রান্তি হতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে, দ্রুত তা শুধরে নেওয়া।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy