উঠাৎই উধাও এই বন্ধুত্ব।—ফাইল চিত্র।
মর্গ্যান জমানায় ঘটে যাওয়া টোলগে ওজবে এবং গুরবিন্দর সিংহের বিবাদের স্মৃতি এখনও টাটকা শহরের ফুটবলপ্রেমীদের মনে। সেই স্মৃতিই ফের এক বার ফিরে এল ‘সুভাষিত’ ইস্টবেঙ্গলের অনুশীলনে।
বুধবার লাল-হলুদ অনুশীলনে ডুডুকে কড়া ট্যাকল করেন গুরবিন্দর। অনুশীলনের মাঝে গুরির এই চ্যালেঞ্জ মেনে নিতে পারেননি ডুডু। একটু এ দিক ও দিক হলেই চোট পেতে পারতেন নাইজেরীয় তারকা। গুরির এই ট্যাকলের পরেই তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন ডুডু। তর্কাতর্কি পৌঁছয় হাতাহাতিতে। পরিস্থিতি সুবিধার নয় বুঝে এগিয়ে আসেন সহ-খেলোয়াড়রাও। তাঁদের হস্তক্ষেপেই সরিয়ে নিয়ে যাওয়া হয় দু’জনকে।
টোলগের ক্ষেত্রেও বিষয়টা ছিল একই। সেই সময় লাল-হলুদ স্ট্রাইকার টোলগে ওজবেকে অনুশীলনে কড়া ট্যাকল করায় গুরবিন্দর সিংহের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয়। পরে অবশ্য তার রেশ বয়ে বেড়াননি কেউই।
আরও পড়ুন: এক-এর বদলা পাঁচ, মহারাষ্ট্রকে উড়িয়ে দুরন্ত জয় বাংলার
আরও পড়ুন: বাবার অপূর্ণ স্বপ্ন সফল করাই লক্ষ্য সুমিতের
এ দিন ডুডু-গুরি নিজেদের মধ্যে বিবাদে জড়ালেও, ওই দু’জন অত্যন্ত ঘনিষ্ট বন্ধু বলেই পরিচিত ভারতীয় ফুটবল সার্কিটে। চেন্নাই ম্যাচের পর মজার ছলে গুরিকে ডুডু বলেছিলেন, ‘পাজি তুমি গোঁফ রাখা শুরু করেছো, আর তাতেই গোলের রাস্তায় ফিরলাম আমি।’
কিন্তু সেই বন্ধুত্ব হঠাৎই অনুশীলনের মধ্যে উধাও হয়ে যাওয়ায় অবাক সতীর্থরাও। যদিও অনুশীলনের পর আর বাগবিতণ্ডায় জড়াননি এই দুই ফুটবলার।
সবে মাত্র দু’দিন হল লাল-হলুদ অনুশীলনে আসছেন টিডি সুভাষ ভৌমিক, এখনও প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে ঠিক মতো গড়ে ওঠেনি পরিচিতি, তারই মধ্যে দুই সিনিয়ার ফুটবলারের এই আচরণে বিস্মিত অনেকেই।
অন্য দিকে, এ দিনও লাল-হলুদ অনুশীলনে আসেননি ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল। টিডি-র নেতৃত্বেই এ দিন অনুশীলন করেন লাল-হলুদ ফুটবলাররা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy