আইএসএল ফাইনালের দিন যা ঘটেছে তাঁর নিন্দা করলেও পুলিশে অভিযোগ জানানোটা মানতে পারছেন না ভাইচুং ভুটিয়া। খেলার মাঠে পুলিশ হানা, ফুটবলার গ্রেফতার, থানায় এলানোকে দীর্ঘসময় অন্যায়ভাবে বসিয়ে রাখার যে ঘটনা ফাইনালের দিন ঘটেছে সেটা ফুটবলের জন্য খারাপ বিজ্ঞাপন। এফসি গোয়া দলের অন্যতম মালিক দত্তরাজ সালগাওকরের অভিযোগের ভিত্তিতেই ম্যাচের পর গ্রেফতার করা হয় এলানোকে। তাঁর অভিযোগ ছিল, বচসার সময় এলানো তাঁকে আঘাত করেছিলেন।ভারতীয় পেনাল কোডের ধারা অনুযায়ী ৩২৩, ৩৪১ ও ৫০৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল এলানোর বিরুদ্ধে। পরে অবশ্য জামিনে ছেড়ে দেওয়া হয় তাঁকে। ইতিমধ্যেই দেশেও ফিরে গিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন: ভারত এফসি দল তুলে নেওয়ায় ক্ষুব্ধ প্রফুল পটেল
ভাইচুং বলেন, ‘‘আইএসএল ফাইনালের পর যা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। মঠে যেটা হয়েছে সেটা খারাপ কিন্তু মাঠের বাইরে যা ঘটল তা আরও খারাপ। আমার মনে হয় ফেডারেশন ও আইএসএল কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ। কিন্তু এলানোর বিরুদ্ধে এফআইআর করাটা সমর্থন করতে পারছি না। আশা করব ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না।’’ ভাইচুংয়ের মতে, এমন ঘটনা বিশ্ব ফুটবলে ভারতের মর্যাদাই ক্ষুন্ন করবে। বলেন, ‘‘এই ঘটনা অবশ্যই ভাল বার্তা পৌঁছে দেবে না। এলানো একজন বিশ্বকাপার, ব্রাজিল ফুটবল দলের প্রাক্তন প্লেয়ার। কিছু ভুল সেদিন হয়েছিল যেটা আর না হওয়াই কাম্য।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy