Advertisement
০৬ নভেম্বর ২০২৪

কোস্তা-কন্তে ঝামেলা মিটল

টিমের অন্যতম প্রধান স্ট্রাইকারের সঙ্গে চেলসি কোচের ঝামেলা চলছিল প্রায় এক সপ্তাহ ধরে। কিন্তু দিয়েগো কোস্তা বনাম আন্তোনিও কন্তে নাটকে বোধহয় শান্তির যবনিকা পড়ল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০৩:২২
Share: Save:

টিমের অন্যতম প্রধান স্ট্রাইকারের সঙ্গে চেলসি কোচের ঝামেলা চলছিল প্রায় এক সপ্তাহ ধরে। কিন্তু দিয়েগো কোস্তা বনাম আন্তোনিও কন্তে নাটকে বোধহয় শান্তির যবনিকা পড়ল।

পিঠে ব্যথার মিথ্যে অজুহাত দিয়ে খেলতে চাইছেন না, রেকর্ড অঙ্কের চুক্তিতে চিনা ক্লাবে সই করতে চলেছেন— দিয়েগো কোস্তাকে ঘিরে এ সব জল্পনা চলছিল। ব্রিটিশ মিডিয়া এমনও দাবি করেছিল যে, আচরণ ঠিক না করলে প্রথম এগারোয় তাঁকে রাখবেন না কন্তে। গত সোমবার তিনি ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে একা একা প্র্যাকটিস করায় কোস্তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়ে গিয়েছিল। মঙ্গলবার যে ছবি পাল্টে গিয়েছে। এ দিন সিনিয়র টিমের সঙ্গেই চেলসি ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করেছেন কোস্তা। যা খবর, তাতে শনিবার হাল সিটির বিরুদ্ধে ম্যাচেও প্রথম থেকে খেলতে পারেন স্প্যানিশ স্ট্রাইকার। যদি তিনি প্র্যাকটিসে নিজেকে প্রমাণ করতে পারেন। শোনা যাচ্ছে, চেলসির রুশ মালিক রোমান আব্রাহামোভিচও স্ট্রাইকার-কোচের ঝামেলা মেটাতে মাঠে নেমেছিলেন। তাঁর মধ্যস্থতায় এই সন্ধি হল কি না, জল্পনা চলছে।

চিনা ক্লাব তিয়ানজিন কুয়ানজিয়ান নাকি কোস্তাকে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছে। ক্লাব মালিক শু ইয়ুহুই স্বয়ং স্বীকার করে নিয়েছেন যে, কোস্তার এজেন্ট জোর্জ মেন্ডেস তাঁর সঙ্গে চুক্তি নিয়ে কথা বলেছেন। তা-ও আবার চিনে গিয়ে। ‘‘মেন্ডেসের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি আমার শহরে এসে আমার সঙ্গে কথাও বলেছেন। ওই সময় আমরা কোস্তাকে সই করাতে চেয়েছিলাম,’’ তিয়ানজিন স্পোর্টস চ্যানেলকে বলেছিলেন শু। সঙ্গে অবশ্য এটাও যোগ করেছেন যে, জুন মাসের আগে কোস্তাকে ছাড়তে নারাজ চেলসি। যে সময় চিনা লিগের প্রায় অর্ধেক শেষ হয়ে যাবে। প্রসঙ্গত, চেলসির সঙ্গে ২০১৯ পর্যন্ত চুক্তি রয়েছে কোস্তার।

অন্য বিষয়গুলি:

Diego Costa Hull City Antonio Conte Chelsea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE