বিশ্বের সেরা দাবাড়ুকে হারানো মোটেই এক ম্যাচের চমক বা অঘটন নয় বলে মনে করছেন বাংলার দুই গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। তাঁদের মতে, প্রজ্ঞা ছাড়াও ভারতে এমন অনেক তরুণ গ্র্যান্ড মাস্টার রয়েছে যারা কার্লসেনকে হারানোর ক্ষমতা রাখে।
দাবা এখন তরুণদের খেলা, মত দিব্যেন্দু ও সূর্যর প্রতীকী চিত্র
পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে ১৬ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ। এয়ারথিংস মাস্টার্সে বিশ্বের ছ’নম্বর লেভ অ্যারোনিয়ানকেও হারিয়েছে প্রজ্ঞা। বিশ্বের সেরা দাবাড়ুকে হারানো মোটেই এক ম্যাচের চমক বা অঘটন নয় বলে মনে করছেন বাংলার দুই গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। তাঁদের মতে, প্রজ্ঞা ছাড়াও ভারতে এমন অনেক তরুণ গ্র্যান্ড মাস্টার রয়েছে যারা কার্লসেনকে হারানোর ক্ষমতা রাখে।
আনন্দবাজার অনলাইনকে দিব্যেন্দু বললেন, ‘‘এখন ভারত দাবায় অনেক এগিয়ে। অল্প বয়স থেকে যে ভাবে প্রজ্ঞারা তৈরি হচ্ছে তাতে খুব কম দিনে অভিজ্ঞ হয়ে যাচ্ছে তারা। সেই সঙ্গে অল্প বয়স থেকে অনেক বেশি প্রতিযোগিতা খেলা হচ্ছে। তাই আগে আমরা যেমন ভাবতাম যে বয়স বাড়লে অভিজ্ঞতার সঙ্গে খেলা আরও ভাল হয়, সেটা এখন আর হচ্ছে না। তাই তরুণ প্রজন্ম দাপিয়ে দাবা খেলছে।’’
একই কথা শোনা যায় সূর্যের মুখেও। তিনি বললেন, ‘‘প্রজ্ঞার জয়ে আমি একটুও অবাক হইনি। কারণ, এখন ওরা যে ধরনের প্রশিক্ষণ পাচ্ছে তা খুবই উচ্চমানের। এখন বিশ্বনাথন আনন্দ ওদের মেন্টর। তার উপর ওরা যথেষ্ট পরিশ্রম করছে। শুধু প্রজ্ঞা কেন, আধিবান, বিদিত, দীপ্তায়নরাও যে কোনও দিন কার্লসেনকে হারাতে পারে। ওদের সেই ক্ষমতা রয়েছে।’’
এয়ারথিংস মাস্টার্সে অনলাইন পদ্ধতিতে কার্লসেনকে হারিয়েছে প্রজ্ঞা। অনলাইন ও মুখোমুখি বসে দাবা খেলার মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে বলেই মনে করেন দুই বাঙালি গ্র্যান্ড মাস্টার। সূর্য বললেন, ‘‘রাত দু’টোর সময় অনলাইনে খেলা হয়েছিল। তার প্রভাব কিছুটা হলেও খেলায় পড়ে। নইলে প্রজ্ঞার বিরুদ্ধে কার্লসেন ৩২ চালে (ঘোড়ার সি থ্রি) যে অবিশ্বাস্য ভুল করলেন সেটা তাঁর মানের দাবাড়ুর খুব একটা বেশি হয় না।’’
এই প্রসঙ্গে দিব্যেন্দু বললেন, ‘‘অনলাইনে খেললে কম্পিউটারের স্ক্রিনে দাবার বোর্ড দেখা যায়। কিন্তু অফলাইনে প্রতিদ্বন্দ্বীর শরীরী ভাষা অনেক ভাল বোঝা যায়। বিপক্ষ চাপে আছে কি না, সে কী ভাবছে সেটা মুখোমুখি বসে খেললে ভাল বোঝা যায়। কিন্তু অনলাইনে সেটা হয় না। তার মধ্যে র্যাপিড চেসে সময়সীমা থাকায় অনেক সময় চাল দিতে গিয়ে ভুল জায়গায় মাউসের ক্লিক হয়ে যায়। এই ধরনের ঘটনা এর আগেও অনেক হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy