ইংল্যান্ডের পথে উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি: রয়টার্স।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই উড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ঠিক তার আগের দিনই আত্মঘাতি বোমা বিস্ফোরণে ম্যানচেস্টারে মৃত্যু হয়েছে ২২ জনের। নিরাপত্তা নিয়ে সঙ্গে সঙ্গেই আইসিসির কাছে জানতে চেয়েছিল বিসিসিআই। সেই মতো বাকি সব দলের নিরাপত্তা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও পরিবর্তন আনছে না আইসিসি। সেই মতো উড়ান দিয়েছেন বিরাট কোহালি অ্যান্ড ব্রিগেড। যাওয়ার আগে বিরাট কোহালি জানিয়ে যান তাঁর একটাই লক্ষ্য, দেশের জন্য সব ম্যাচ জিতে নেওয়া।
আরও খবর: কোটিপতি বীরেন্দ্র সহবাগ
ভারতের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার লক্ষ্য। কিন্তু বিরাট কোহালি ভাবছেন একটি করে ম্যাচ নিয়ে। তিনি বলেন, ‘‘আমি মুক্তির জন্য ক্রিকেট খেলি না। আমার একটাই লক্ষ্য দেশের জন্য ম্যাচ জিতে যাওয়া।’’ তিনি বিশ্বাস করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির মান বিশ্বকাপের থেকে এগিয়ে। কিন্তু দেশের হয়ে খেলতে যাওয়ার আগেও আইপিএল-এ তাঁর ফর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল বিরাটকে। কিন্তু এই মুহূর্তে দেশের ক্রিকেট ছাড়া আর কিছু নিয়েই ভাবতে চাইছেন না তিনি। বলেন, ‘‘প্রথম বল থেকে নিজেদের সেরা গেমটা দিতে চাই।’’ প্রথম ম্যাচেই ভারতকে খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। যদিও বিরাটের কাছে ওটা আর একটা ম্যাচ দলের জন্য। বলেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই খুব উত্তেজক। কিন্তু আমাদের জন্য এটা শুধুই ক্রিকেট। এই ম্যাচ ঘিরে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয় সেটা সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সব ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া হয় এখানেও তাইই নেওয়া হয়। স্টেডিয়ামের পরিবেশ অনেকটাই অন্যরকম থাকে কিন্তু আমাদের চিন্তা-ভাবনার বিশেষ কোনও পরিবর্তন হয় না। সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা হোক না কেন।’’
কোহালির এই দলে রয়েছেন এমএস ধোনি ও যুবরাজ সিংহর মতো দু’জন অভিজ্ঞ ক্রিকেটার। যেটা বাড়তি পাওনা এই ভারতীয় দলের জন্য। এই দলে তাঁদের কী ভাবে ব্যবহার করবেন বিরাট? বলেন, ‘‘ওদের ব্যবহার করাটা আমার হাতে নেই। ওরা এতটা অভিজ্ঞ যে ওদের শুধু স্বাধিনতা দিতে হবে বাকি কাজটা ওরা নিজেরাই জানে কী করতে হবে। ওরা জানে কঠিন পরিস্থিতিতে কী করে ম্যাচ বের করে আনতে হবে। ওরা আমাদের দলের সব থেকে শক্তিশালী দুটো পিলার।’’ এই সবের মধ্যেই যে বার বার কথা উঠছে গতবারের চ্যাম্পিয়ন ভারত, এ বার কী করবে? কিন্তু বিরাট এ সবের থেকে দূরে রাখতে চাইছে দলকে। বলেন, ‘‘আমাদের দলের সব থেকে বড় চ্যালেঞ্জ এটা মনে না রাখা। ২০১৩তে যখন আমরা খেলেছিলাম তখন খেলাটাকে উপভোগ করেছিলাম। ওই দলের সঙ্গে এই দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আমার মানসিকতার কোনও পরিবর্তন হয়নি। মাঠে নেমে খেলাটাকে উপভোগ করা।’’ বিরাটের এই মন্ত্রেই এখন চলছে মেন ইন ব্লু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy