কোটলার আধুনিকীকরণের পিছনে ছিলেন অরুণ জেটলি। —ফাইল চিত্র।
বদলে যাচ্ছে ফিরোজ শাহ কোটলার নাম। সদ্য প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জানিয়ে কোটলার নামকরণ করা হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম।
দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থা টুইট করে এই খবর জানিয়েছে। ডিডিসিএ-র প্রেসিডেন্ট রজত শর্মা বলেন, ‘‘অরুণ জেটলির সাহায্য ও সহযোগিতার জন্যই বিরাট কোহালি, বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, আশিস নেহরা ও ঋষভ পন্থের মতো ক্রিকেটার ভারতকে গর্বিত করেছে।’’ ১২ সেপ্টেম্বর সরকারি ভাবে স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হবে। সে দিনই ভারত অধিনায়ক বিরাট কোহালির নামে একটি স্ট্যান্ড উদ্বোধন করা হবে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানটি হবে ৷ উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর ৷
জেটলির সঙ্গে ডিডিসিএ-র সম্পর্ক ১৪ বছরের। কোটলার আধুনিকীকরণের পিছনে ছিল জেটলির অবদান। স্টেডিয়ামের দর্শকাসনও বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে চমক জাগানো সুমিত নাগাল সম্পর্কে এগুলো জানতেন?
জেটলির অবদানের কথা মাথায় রেখেই ফিরোজ শাহ কোটলার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেয় ডিডিসিএ।
News Alert: Kotla to be renamed as Arun Jaitley Stadium.
— DDCA (@delhi_cricket) August 27, 2019
In a fitting tribute to its former president Arun Jaitley, @delhi_cricket has decided to name the Stadium after him. Mr Jaitley, who passed away on August 24, was president of the DDCA from 1999 to 2013. @BCCI
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy