হেরে হতাশ মার্কেটা ভন্দ্রোসোভা। ছবি: রয়টার্স।
উইম্বলডনের দ্বিতীয় দিনেই অঘটন। স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন গত বারের মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোসোভা। অবাছাই জেসিকা বৌজাস মানেইরোর কাছে হেরেছেন তিনি। অন্য দিকে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে।
১৯৯৪ সালে শেষ বার মহিলাদের কোনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। সে বার লরি ম্যাকনিলের কাছে হেরেছিলেন স্টেফি গ্রাফ। ৩০ বছর পরে আবার সেই ঘটনা ঘটল।
প্রথম সেট থেকেই ভুল করতে শুরু করেন ভন্দ্রোসোভা। প্রথম সেটে ২৮টি আনফোর্সড এরর করেন তিনি। তার ফায়দা নেন জেসিকা। প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে আরও খারাপ খেলেন ভন্দ্রোসোভা। দেখে মনেই হচ্ছিল না, গত বারের চ্যাম্পিয়ন খেলতে নেমেছে। গোটা ম্যাচে সাত বার ডাবল ফল্ট করেন তিনি। পাঁচ বার তাঁর সার্ভিস ভাঙেন জেসিকা। নিজের ভুলের খেসারত দিতে হল ভন্দ্রোসোভাকে। ৬-২ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচ জিতে নেন জেসিকা। তাঁর উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছিল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারাবেন, এটা ভাবতেও পারেননি।
গত মাসে ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন ভন্দ্রোসোভা। উইম্বলডনের আগে বার্লিনে ঘাসের কোর্টে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানেও দ্বিতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি। ভন্দ্রোসোভা যে একেবারেই ফর্মে নেই তা বোঝা গেল উইম্বলডনের প্রথম রাউন্ডেই।
পুরুষদের সিঙ্গলসে রাফায়েন নাদালের পরে এ বার নাম তুলে নিলেন অ্যান্ডি মারেও। ২২ জুন মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সময়ের মধ্যে সুস্থ হতে পারেননি তিনি। ফলে কোর্টে নামার ৮ ঘণ্টা আগে মারে জানিয়ে দেন, এ বার খেলবেন না তিনি।
সিঙ্গলস থেকে নাম তুলে নিলেও ডাবলসে খেলতে পারেন মারে। দাদা জ্যামি মারের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা তাঁর। শুক্রবার সেই ম্যাচ। ফলে এখনও তিন দিন সময় রয়েছে হাতে। তার মাঝে সুস্থ হয়ে ডাবলসে নামার চেষ্টা করবেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy