দীপক হুডা ফাইল ছবি
ক্রুণাল পাণ্ড্যের সঙ্গে ঝামেলার কারণে বরোদা ছাড়লেন দীপক হুডা। যোগ দিচ্ছেন রাজস্থানে। ইতিমধ্যেই সংস্থার তরফে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়ে গিয়েছেন তিনি।
গত মরসুমে তীব্র ঝামেলা হয়েছিল হুডাকে ঘিরে। ক্রুণালের সঙ্গে ঝামেলার জেরে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতা চলার মাঝপথে তিনি জৈব সুরক্ষা বলয় ছেড়ে যান। ক্রুণালের অত্যন্ত খারাপ ব্যবহার এবং অপমানে ক্রুদ্ধ হয়েই তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছিল।
এবার দলই ছেড়ে দিলেন হুডা। এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, “বরোদা ছাড়তে খারাপ লাগছে। জীবনের গোটা সময়টাই ওদের হয়ে খেলেছি। কিন্তু কোচ, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলার পর মনে হল এটাই সঠিক সিদ্ধান্ত।”
ক্রুণাল আগেই বরোদা ক্রিকেট সংস্থাকে লেখা একটি চিঠিতে জানিয়েছিলেন, ক্রুণালের ব্যবহারে তিনি অত্যন্ত হতাশ এবং প্রচণ্ড চাপে রয়েছেন। ওই ঘটনা আরও ভাল ভাবে সামলাতে পারত বোর্ড।
তবে বরোদার প্রাক্তন অধিনায়ক ইরফান পাঠান ঘটনায় তীব্র ক্ষুব্ধ। বলেছেন, “ভারতীয় দলে ঢোকার দৌড়ে রয়েছে এরকম ক্রিকেটারকে কোন সংস্থাকে এ ভাবে ছেড়ে দেয়। এটা বরোদার পক্ষে বিশাল ক্ষতি। আরও অন্তত ১০ বছর খেলতে পারত ও।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy