Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sports News

হোটেলের ঘরে শ্লীলতাহানির জের, ওয়ান ডে দলে রাখা হল না গুনাথিলাকাকে

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওই ঘটনা ঘটার সময় গুনাথিলাকা সেই ঘরেই ছিলেন। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। নির্বাসিত করা হয়েছে তাঁকে।

শ্রীলঙ্কা টেস্ট ওপেনার দানুষ্কা গুনাথিলকা। ছবি: এএফপি।

শ্রীলঙ্কা টেস্ট ওপেনার দানুষ্কা গুনাথিলকা। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
কলম্বো শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ১৮:৩৬
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে দলে রাখা হল না নির্বাসিত গুনাথিলাকাকে। রবিবার তাঁরই হোটেলের রুমে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এক বিদেশি মহিলা। যদিও সেই মহিলা শ্রীলঙ্কার এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনেননি শ্লীলতাহানির। তবে তাঁর সামনেই তাঁর বন্ধু সেই কাজ করেছিলেন বলে অভিযোগ। অন্যায়ভাবে ম্যাচ চলাকালিন এই ঘটনা টিম হোটেলে প্লেয়ারের ঘরে এমন ঘটনার জেরে তাঁকে নির্বাসিত করা হয়। তার ফলেই ওয়ান ডে দলে জায়গা হল না তাঁর।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওই ঘটনা ঘটার সময় গুনাথিলাকা সেই ঘরেই ছিলেন। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। নির্বাসিত করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিছু নেওয়া হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি। এটাই নিশ্চিত নয় কবে তদন্ত শুরু হবে।

তবে টেস্ট সিরিজ জয়ের পিছনে বড় ভূমিকা নেওয়া এই ওপেনারকে ওয়ান ডে সিরিজে না পাওয়াটা শ্রীলঙ্কা দলের জন্য বড় সেট ব্যাক। ২ টেস্টের সিরিজে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। আগামী রবিবার থেকে ডাম্বুলায় শুরু হবে ওডিআই সিরিজ। শেষ হবে ১২ অগস্ট কলম্বোতে। ১৪ অগস্ট হবে একটি টি২০ ম্যাচ। গুনাথিলাকার জায়গায় দলে আসতে পারেন ২৬ বছরের শেহান জয়সূর্য।

আরও পড়ুন
ডোপ ফ্রি বছরে বিসিসিআই-এর একমাত্র কলঙ্ক ইউসুফ পঠান

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE