ডানিল মেদভেদেভ। ফাইল ছবি।
ফরাসি ওপেনে সম্ভবত খেলতে দেখা যাবে না ডানিল মেদভেদেভকে। এটিপি ক্রমতালিকায় শীর্ষ স্থান হারানো রাশিয়ার টেনিস তারকার হার্নিয়ার অস্ত্রোপচার হবে। শারীরিক সমস্যার কথা নিজেই টুইট করে জানিয়েছেন মেদভেদেভ।
অস্ত্রোপচারের জন্য এক থেকে দু’মাস কোর্টের বাইরে থাকতে হবে বিশ্বের দু’নম্বর টেনিস খেলোয়াড়কে। গত বছর ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি বছরের শুরুতেই অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে হেরেছেন রাফায়েল নাদালের কাছে। এবার শারীরিক সমস্যার কারণে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম সম্ভবত খেলতে পারবেন না তিনি। খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ মন্টে কার্লো মাস্টার্স। খেলা হবে না মাদ্রিদ এবং রোম ওপেনেও।
মেদভেদেভ জানিয়েছেন, ‘‘হার্নিয়ার ছোট সমস্যা নিয়েই এক মাস ধরে খেলছি। আমি এবং দলের সকলে আলোচনা করে স্থির করেছি, ছোট সমস্যার স্থায়ী সমাধান করে নেওয়াই ভাল। মনে এক-দু’মাস খেলতে পারব না। পরে কঠিন পরিশ্রম করে আবার কোর্টে ফিরব।’’
Hi everyone. The last months I have been playing with a small hernia. Together with my team I have decided to have a small procedure done to fix the problem. I will likely be out for the next 1 - 2 months and will work hard to be back on court soon. Thanks for all the support.
— Daniil Medvedev (@DaniilMedwed) April 2, 2022
এবার ফরাসি ওপেন হবে ২২ মে থেকে ৫ জুন। তার আগে সুস্থ হয়ে মেদভেদেভের কোর্টে ফেরা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে হারের পরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের দু’নম্বর টেনিস খেলোয়াড়। ফলে ক্রমতালিকায় আরও পিছিয়ে পড়তে পারেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy