Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪

রক্ষণ সামলাতে কিবুর তুরুপের তাস সাইরাস

এই অবস্থায় কলকাতা লিগ জয়ের স্বপ্ন দেখা কি সম্ভব? মোহনবাগান কোচ বলছেন, ‘‘কাজটা খুব কঠিন।’’ সঙ্গে যোগ করেন, ‘‘বাকি রয়েছে আর চার ম্যাচ। এই ম্যাচগুলি থেকে ১২ পয়েন্ট চাই আমাদের। সেটাই লক্ষ্য।’’ 

নজরে: শনিবার মোহনবাগান মাঠে প্রস্তুতি সাইরাসের। নিজস্ব চিত্র

নজরে: শনিবার মোহনবাগান মাঠে প্রস্তুতি সাইরাসের। নিজস্ব চিত্র

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৮
Share: Save:

রেনবো ম্যাচের আগেই কলকাতা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলে এক ধাপ পিছিয়ে গেল মোহনবাগান। শনিবারের বৃষ্টিভেজা সকালে সবুজ-মেরুন শিবিরের কোচ কিবু ভিকুনা যখন দলকে নিয়ে মোহনবাগান মাঠে অনুশীলন করাচ্ছেন, তখন তাঁর দল সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ছিল পাঁচ নম্বরে।

কিন্তু বিকেলে জর্জ টেলিগ্রাফ ও পিয়ারলেসের ড্র এবং মহমেডানের জয়ে লিগ তালিকাই গেল বদলে। শীর্ষে পিয়ারলেস থাকলেও মোহনবাগানকে টপকে এগিয়ে গেল মহমেডান স্পোর্টিং ও জর্জ টেলিগ্রাফ। আজ, রবিবার রেনবোর বিরুদ্ধে ম্যাচের আগে কিবুর দল চলে গেল ছয় নম্বরে।

এই অবস্থায় কলকাতা লিগ জয়ের স্বপ্ন দেখা কি সম্ভব? মোহনবাগান কোচ বলছেন, ‘‘কাজটা খুব কঠিন।’’ সঙ্গে যোগ করেন, ‘‘বাকি রয়েছে আর চার ম্যাচ। এই ম্যাচগুলি থেকে ১২ পয়েন্ট চাই আমাদের। সেটাই লক্ষ্য।’’

এরিয়ানের বিরুদ্ধে আগের ম্যাচ হারের আফসোস এখনও মোহনবাগান কোচের সঙ্গী। কল্যাণী স্টেডিয়ামে কাল প্রথম নৈশালোকে ম্যাচ জিতে সেই আক্ষেপ ভুলতে চান তিনি। বিপক্ষ সম্পর্কে তথ্য জোগাড়ও করে ফেলেছেন কিবু। রেনবোকে নিয়ে গড়গড় করে বলে গেলেন, ‘‘রেনবো (৬ ম্যাচে ৬ পয়েন্ট) আমাদের পিছনে থাকলেও ওদের রক্ষণ বেশ ভাল। আক্রমণে ফেলিক্স চিডি আর কাজ়িমও ভয়ঙ্কর। মহমেডানের বিরুদ্ধে ওদের ম্যাচ দেখেছি।’’

তিন বিদেশি নিয়ে নামা রেনবোর বিরুদ্ধে রক্ষণ শক্তিশালী করতে মোহনবাগান কোচ খেলাতে চান ত্রিনিদাদ ও টোব্যাগোর স্টপার ড্যানিয়েল সাইরাসকে। এ দিন অনুশীলনে তাঁর মহড়াও হল। ক্যারিবিয়ান স্টপার সম্পর্কে কিবুর মূল্যায়ন, ‘‘আমার দলের সঙ্গে কয়েক দিন অনুশীলন করে দেশে ফিরে গিয়েছিল। ত্রিনিদাদ ও টোব্যাগোর হয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দলে যোগ দিয়েছে। ভাল ছন্দে রয়েছে। রেনবোর বিরুদ্ধে ওকে খেলাতে পারি। জুলেন কলিনাস এ দিনই প্রথম অনুশীলন করল। তাই ওর ক্ষেত্রে ঝুঁকি নেব না।’’ ব্রায়ান লারার দেশের ডিফেন্ডার বললেন, ‘‘কোচ দলে রাখলে রক্ষণকে চাপমুক্ত করাই আমার দায়িত্ব।’’ ড্যানিয়েল খেললে বসতে পারেন ফ্রান মোরান্তে। ফ্রান গঞ্জালেসের চোট রয়েছে। তিনি না খেললে বাকি দুই বিদেশি হবেন বেইতিয়া ও সালভা চামোরো। কিন্তু শেষ মুহূর্তে গঞ্জালেস ফিরলে তখন বেইতিয়া অথবা সালভার মধ্যে বসবেন একজন।

মোহনবাগান সমর্থকদের কাছে দুঃসংবাদ, সাইডব্যাক অরিজিৎ বাগুইয়ের হাতে অস্ত্রোপচার হতে পারে। অনুশীলনে বিক্রমজিৎ সিংহের সঙ্গে সংঘর্ষে এ দিন মাথা ফাটল নংদাম্বা নওরেমের। যদিও মোহনবাগান কোচ বলছেন, ‘‘নওরেম সুস্থ আছে, চোট গুরুতর নয়।’’

বিপক্ষ রেনবোর কোচ সম্প্রতি বদল হয়েছে। প্রশান্ত চক্রবর্তীর বদলে কোচ হয়েছেন সৌমিক দে। ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা নতুন ইনিংস শুরুর আগে বললেন, ‘‘দু’দিন হল দায়িত্ব নিয়েছি। সাধ্যমতো চেষ্টা করছি উজ্জীবিত লড়াই করার। দলে আট জন বাঙালি ফুটবলার। এটাই আমাদের ভাল খেলার প্রেরণা।’’

রবিবার কলকাতা প্রিমিয়ার লিগ : মোহনবাগান বনাম রেনবো (কল্যাণী, বিকেল ৫.০০)।

অন্য বিষয়গুলি:

Aneil Cyrus Kibu Mohun Bagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy