আইপিএলের ঠিক আগে নাইট সমর্থকদের দুশ্চিন্তায় ফেলে ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে কাঁধে চোট পান ক্রিস লিন। প্রথমে জানা গিয়েছিল লিনের অস্ত্রোপচার করতে হবে এবং আইপিএলে থাকতেই পারবেন না এই অজি ডানহাতি। পরে অবশ্য জানা যায়, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। কিন্তু লিন ঠিক কী অবস্থায় আছেন বা কত দিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে বিশদে কিছুই জানা যাচ্ছে না। লিনকে একান্ত না পাওয়া গেলে নাইটরা কী করবে? এক নজরে দেখে নেওয়া যাক কয়েক জন ক্রিকেটারকে যাঁরা লিনের বদলী হতে পারেন।
জো রুট: ক্রিস লিনের পরিবর্ত হিসাবে তালিকায় শীর্ষে থাকতে পারে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের নাম। ২০১৮-এর আইপিএল নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে কেনেনি। এ কারণে রীতিমতো হতাশাও প্রকাশ করেন তিনি। এক দিনের আন্তর্জাতিকের পাশাপাশি টি২০ ম্যাচে এই মুহূর্তে অন্যতম সেরা ক্রিকেটার তিনি। ১০৭টি ওডিআইতে রুটের মোট রান ৪৪৫১, গড় ৫১.১৬। দেশের হয়ে ২৫টি টি২০ ম্যাচে তাঁর রান ৭৪৩, গড় ৩৯.১০, স্ট্রাইক রেট ১২৮.৭৬। ছবি: গেটি ইমেজেস।