মহিলাদের আইপিএলের নিলাম দেখা যেতে চলেছে ঐতিহাসিক ঘটনা। ফাইল ছবি
সোমবার ভারতীয় ক্রিকেটে দেখা যেতে চলেছে ঐতিহাসিক দিন। প্রথম বার মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম হতে চলেছে। তৈরি হতে চলেছে অনেক নজির। মেয়েদের আইপিএল নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ এবং বিশ্বজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। সেই অনুষ্ঠানের হাল-হকিকত খুঁজে বের করল আনন্দবাজার অনলাইন:
কখন, কোথায় হবে নিলাম?
সোমবার মুম্বইয়ের জিয়ো কনভেনশন সেন্টারে আয়োজিত হবে এই নিলাম। দুপুর ২.৩০ থেকে শুরু হবে।
কত জন ক্রিকেটার নিলামে উঠবেন?
মোট ৪০৯ জন ক্রিকেটার নিলামে উঠবেন। আবেদন করেছিলেন হাজারেরও বেশি। সেখান থেকে এই ক’জনকে বেছে নেওয়া হয়েছে।
ক্রিকেটারদের বেস প্রাইস কত?
সর্বোচ্চ বেস প্রাইস ৫০ লক্ষ। সেই তালিকায় রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা-সহ ২৪ জন দেশি এবং বিদেশি ক্রিকেটার। এ ছাড়া ৪০ লক্ষ, ২০ লক্ষ এবং ১০ লক্ষের বেস প্রাইস রয়েছে।
প্রতিটি দলের হাতে কত টাকা থাকবে?
দল গড়তে প্রতিটি দল সর্বোচ্চ ১২ কোটি টাকা ব্যয় করতে পারবে।
কত জন ক্রিকেটার বিক্রি হবেন?
সব দল মিলিয়ে ৯০ জন ক্রিকেটার বিক্রিত হবেন। এর মধ্যে ৬০ জন ভারতের এবং ৩০ জন বিদেশি।
প্রতিটি দলকে কত জন ক্রিকেটার কিনতে হবে?
প্রতিটি দলে থাকতে হবে ১৮ জন ক্রিকেটার। এর মধ্যে ১২ জন ভারতীয় এবং ৬ জন বিদেশি।
কোথায় দেখা যাবে নিলাম?
দুপুর ২.৩০ থেকে স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি নিলাম দেখা যাবে। এ ছাড়া জিয়ো সিনেমা ওয়েবসাইট এবং অ্যাপে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy