Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
WPL 2023

সোমবার মহিলাদের আইপিএলের নিলাম, কখন, কোথায় দেখবেন?

সোমবার মহিলাদের ক্রিকেটে নিলাম। ভারতীয় ক্রিকেট সাক্ষী থাকবে এক ঐতিহাসিক দিনের। কী ভাবে সেই অনুষ্ঠান দেখবেন। জানাল আনন্দবাজার অনলাইন।

file pic of auction

মহিলাদের আইপিএলের নিলাম দেখা যেতে চলেছে ঐতিহাসিক ঘটনা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২০
Share: Save:

সোমবার ভারতীয় ক্রিকেটে দেখা যেতে চলেছে ঐতিহাসিক দিন। প্রথম বার মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম হতে চলেছে। তৈরি হতে চলেছে অনেক নজির। মেয়েদের আইপিএল নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ এবং বিশ্বজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। সেই অনুষ্ঠানের হাল-হকিকত খুঁজে বের করল আনন্দবাজার অনলাইন:

কখন, কোথায় হবে নিলাম?

সোমবার মুম্বইয়ের জিয়ো কনভেনশন সেন্টারে আয়োজিত হবে এই নিলাম। দুপুর ২.৩০ থেকে শুরু হবে।

কত জন ক্রিকেটার নিলামে উঠবেন?

মোট ৪০৯ জন ক্রিকেটার নিলামে উঠবেন। আবেদন করেছিলেন হাজারেরও বেশি। সেখান থেকে এই ক’জনকে বেছে নেওয়া হয়েছে।

ক্রিকেটারদের বেস প্রাইস কত?

সর্বোচ্চ বেস প্রাইস ৫০ লক্ষ। সেই তালিকায় রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা-সহ ২৪ জন দেশি এবং বিদেশি ক্রিকেটার। এ ছাড়া ৪০ লক্ষ, ২০ লক্ষ এবং ১০ লক্ষের বেস প্রাইস রয়েছে।

প্রতিটি দলের হাতে কত টাকা থাকবে?

দল গড়তে প্রতিটি দল সর্বোচ্চ ১২ কোটি টাকা ব্যয় করতে পারবে।

কত জন ক্রিকেটার বিক্রি হবেন?

সব দল মিলিয়ে ৯০ জন ক্রিকেটার বিক্রিত হবেন। এর মধ্যে ৬০ জন ভারতের এবং ৩০ জন বিদেশি।

প্রতিটি দলকে কত জন ক্রিকেটার কিনতে হবে?

প্রতিটি দলে থাকতে হবে ১৮ জন ক্রিকেটার। এর মধ্যে ১২ জন ভারতীয় এবং ৬ জন বিদেশি।

কোথায় দেখা যাবে নিলাম?

দুপুর ২.৩০ থেকে স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি নিলাম দেখা যাবে। এ ছাড়া জিয়ো সিনেমা ওয়েবসাইট এবং অ্যাপে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

অন্য বিষয়গুলি:

WPL 2023 Auction Harmanpreet Kaur Smriti Mandhana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy