প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন হরমনপ্রীত। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে তাঁর দল। ব্যাটে বেশি রান না পেলেও সোমবার জোড়া নজির গড়ে ফেললেন হরমনপ্রীত কৌর। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০০০ রান হয়ে গেল তাঁর।
পুরুষ এবং মহিলা সব ধরনের ক্রিকেটার মিলিয়ে হরমনপ্রীতই প্রথম, যিনি ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। টসে জেতার পর তিনি বলেন, “আমার কাছে এটা বিরাট সম্মান। দলের তরফেও আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসি-কে ধন্যবাদ, যারা আমাদের এত ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।”
🚨 Milestone Alert 🚨
— BCCI Women (@BCCIWomen) February 20, 2023
First woman cricketer to play 1⃣5⃣0⃣ T20Is 🙌 🔝
Congratulations to #TeamIndia captain @ImHarmanpreet on a special landmark 👏 👏#INDvIRE | #T20WorldCup pic.twitter.com/X1DyIqhlZI
Harmanpreet Kaur becomes the first Indian and fourth overall to 3000 runs in Women's T20Is 🎖
— T20 World Cup (@T20WorldCup) February 20, 2023
Follow LIVE 📝: https://t.co/7KKsxw33nF#INDvIRE | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/IdSXuAjVq7
টি-টোয়েন্টিতে ১৪৩টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন সুজি বেটস। ইংল্যান্ডের ড্যানি ওয়্যাট তৃতীয় স্থানে। তিনি ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পুরুষ ক্রিকেটারদের মধ্যে, সবার আগে ভারতের রোহিত শর্মা। তিনি ১৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার পর রয়েছেন শোয়েব মালিক (১২৪) এবং মার্টিন গাপ্টিল (১২২)।
এ দিকে, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ৩০০০ রান হল হরমনের। এই ম্যাচের আগে সাত রান কম ছিল তাঁর। ওর্লা প্রেন্ডারগস্টের বলে এক রান নিয়ে এই কীর্তি অর্জন করেন। হরমন ছাড়া সুজি বেটস এবং অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের এই কৃতিত্ব রয়েছে। পুরুষদের মধ্যে রোহিত এবং বিরাট কোহলির ৩০০০-এর উপর রান রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy