চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে সুর নরম পাকিস্তানের। ভারতের ২২ জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে করাচির জেল থেকে। যদিও সাজার মেয়াদ শেষ হওয়া অন্তত ১৮০ জন ভারতীয় মৎস্যজীবী এখনও পাকিস্তানের জেলে বন্দি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি শনিবার এই বার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মহম্মদ রিজ়ওয়ানেরা ভারতের কাছে হারলেও তাঁরা দলের পাশে থাকবেন।
এই প্রথম আইসিসির কোনও প্রতিযোগিতায় আয়োজক দেশকে খেলতে হচ্ছে অন্য দেশে গিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠাতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতীয় দলের ম্যাচগুলি হচ্ছে দুবাইয়ে। রবিবার ভারতের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তান দলকেও দুবাই যেতে হয়েছে। ক্রিকেট বিশ্বে অন্যতম আকর্ষণীয় ম্যাচের আগে রিজ়ওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন নকভি। তিনি বলেছেন, ‘‘আশা করছি একটা ভাল ম্যাচ হবে। আমাদের দল সম্পূর্ণ প্রস্তুত। আমাদের দল ছন্দে রয়েছে। এই ম্যাচে ওরা হারুক বা জিতুক, আমরা সব সময় দলের পাশে রয়েছি।’’
পিসিবি প্রস্তাব দিয়েছিল, ভারত শুধু লাহোরে সব ম্যাচ খেলুক। পাকিস্তানের মধ্যে ভারতীয় দলকে ঘোরাঘুরি করতে হবে না। সেই প্রস্তাবও নাকচ করে দেয় বিসিসিআই। তা নিয়ে নকভি বলেছেন, ‘‘ওদেরই (বিসিসিআই) জিজ্ঞেস করুন লাহোরে খেললে কী এমন সমস্যা হত।’’ শনিবার লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগে স্টেডিয়ামে ভারতের জাতীয় সঙ্গীত বাজার দায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উপর চাপিয়েছেন নকভি। তাঁর সংক্ষিপ্ত বক্তব্য, ‘‘এটা আইসিসির প্রতিযোগিতা।’’
এর পরই তিনি পাকিস্তানের ইতিবাচক মানসিকতার পরিচয় দিয়ে বলেছেন, ‘‘আমরা ভারতের ২২ জন মৎস্যজীবীকে করাচির জেল থেকে মুক্তি দিয়েছি।’’ যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ রয়েছে। ভারতের এক মৎস্যজীবীর সাজার মেয়াদ অনেক আগে শেষ হলেও তাঁকে জেল থেকে মুক্তি দেয়নি পাকিস্তান। গত ২৩ জানুয়ারি করাচির মালির জেলে তাঁর মৃত্যু হয়েছে। গত দু’বছরে এই নিয়ে আট জন ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হল পাকিস্তানের জেলে। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও কেন ভারতীয় মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হচ্ছে না, তার কোনও সদুত্তর দেয়নি পাক প্রশাসন। উল্লেখ্য, গত বৃহস্পতিবারই ১৫ জন ভারতীয় মৎস্যজীবীকে চেন্নাইয়ে ফিরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা সরকার।