প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মাদের দ্বিতীয় প্রতিপক্ষ পাকিস্তান। রবিবার মহম্মদ রিজ়ওয়ানের দলকে হারাতে পারলে সেমিফাইনালের পথে আরও খানিকটা এগিয়ে যাবে ভারতীয় দল। তা ছাড়া, ২২ গজে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, উন্মাদনা। সম্মানের লড়াই। এই ম্যাচ হারতে চায় না কোনও দলই। ২০১৭ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছেই হারতে হয়েছিল বিরাট কোহলির দলকে। সম্ভবত এই ম্যাচে পরীক্ষার পথে হাঁটবেন না গৌতম গম্ভীর। বাংলাদেশের বিরুদ্ধে জেতা একাদশকেই মাঠে নামাবেন ভারতীয় দলের কোচ।
দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। ইনিংস শুরু করবেন রোহিত এবং শুভমন গিল। বাংলাদেশের বিরুদ্ধে দু’জনে ভাল শুরু করেছিলেন। শুভমন অপরাজিত শতরানও করেছেন। তাই পরিবর্তনের সম্ভাবনা নেই। তিন নম্বরে বিরাট কোহলি নিশ্চিত। তাঁর কোনও বিকল্প নেই ভারতীয় দলে। সেরা ফর্মে না থাকলেও কোহলিই খেলবেন। তাঁর পর আসবেন শ্রেয়স আয়ার। এক দিনের ক্রিকেটে ভারতের ব্যাটিং লাইন আপে শ্রেয়সের জায়গাও পাকা। ফর্মেও রয়েছেন তিনি। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে আসবেন অক্ষর পটেল। মিডল অর্ডারে এক জন বাঁহাতি ব্যাটার খেলানোর পক্ষে গম্ভীর। তাঁর স্পিনও ভারতের অন্যতম শক্তি। ছয় নম্বরে আসবেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের বিরুদ্ধে শেষ পর্যন্ত ক্রিজ়ে থেকে জয় এনে দেন। একটা সময় তৈরি হওয়া হালকা চাপও সামলে দেন শুভমনের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে। সেই ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারও হয়েছেন। রাহুলের খেলা নিয়ে প্রশ্ন নেই।
ভারতের ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে থাকবেন দুই অলরাউন্ডার। সাত নম্বরে থাকবেন হার্দিক পাণ্ড্য। আট নম্বরে নামবেন রবীন্দ্র জাডেজা। হার্দিক এবং জাডেজাকে ফিনিশারের ভূমিকা পালন করতে হবে। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। ব্যাটিং অর্ডারের নয় থেকে ১১ নম্বরে নামবেন হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং মহম্মদ শামি। বরুণ চক্রবর্তীকে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হলেও অভিজ্ঞতার জন্য কুলদীপই এগিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ভাল বলও করেছেন কুলদীপ। পাকিস্তানের বিরুদ্ধেও সাজঘরেই থাকতে হবে বরুণকে। এই ম্যাচেও খেলার সম্ভাবনা নেই অর্শদীপ সিংহ, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দরের।
অন্য দিকে, পাকিস্তানকে প্রথম একাদশ পরিবর্তন করতেই হবে। নিউ জ়িল্যান্ড ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন ফখর জ়ামান। তাঁর পরিবর্তে পাকিস্তান ১৫ জনের দলে নিয়েছে ইমাম উল হককে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে ওপেন করতে পারেন ইমাম এবং বাবর আজ়ম। ওপেনিংয়ে বাঁহাতি-ডানহাতি জুটি পাবে পাকিস্তান। তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক রিজ়ওয়ান। চার নম্বরে আসতে পারেন গত ম্যাচে ওপেন করা সাউদ সাকিল। গত ম্যাচে জ়ামান চোট পাওয়ায় ওপেন করতে হয়েছিল তাঁকে। ভারতের বিরুদ্ধে নিয়মিত মিডল অর্ডারেই দেখা যাবে তাঁকে। পাঁচ নম্বরে ব্যাট করবেন সলমন আঘা। তাঁর খেলা নিয়ে প্রশ্ন নেই। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও ছ’নম্বরে নামবেন তায়য়াব তাহির। কারণ পাকিস্তানের হাতে বিকল্পের অভাব। সাত নম্বরে দেখা যাবে অলরাউন্ডার খুশদিল শাহকে।
পাকিস্তানের ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গায় দেখা যাবে বিশেষজ্ঞ বোলারদের। আট নম্বরে খেলবেন শাহিন আফ্রিদি। ন’নম্বরে আসবেন নাসিম শাহ। তাঁরাই পাকিস্তানের বোলিং আক্রমণের প্রধান ভরসা। তাঁদের খেলা নিয়ে প্রশ্ন নেই। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৮৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন হ্যারিস রউফ। তাঁর সঙ্গে প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে মহম্মদ হাসনাইন। ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ রউফকেই সম্ভবত খেলাবে পাকিস্তান। কারণ ভারতের কাছে হারলেই আয়োজক পাকিস্তানের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। তিনি ব্যাট করবেন ১০ নম্বরে। ব্যাটিং অর্ডারের ১১ নম্বরে থাকবেন লেগ স্পিনার আবরার আহমেদ। কিউয়িদের বিরুদ্ধে ভাল বল করেছিলেন তিনি।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ: ইমাম উল হক, বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সাউদ সাকিল, সলমন আঘা, তায়য়াব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।